পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Malda Murder Chaos: কাকার হাতে খুন ভাইপো, গ্রেফতারির দাবিতে বাড়ির সামনে মৃতদেহ রেখে বিক্ষোভ গ্রামবাসীর - Malda Crime News

ভাইপোর মাথায় বাঁশের আঘাত করে খুনের অভিযোগ কাকার বিরুদ্ধে (Uncle Murdered His Nephew in Malda)। কাকাকে গ্রেফতারের দাবিতে তার বাড়ির সামনে ভাইপোর দেহ রেখে বিক্ষোভ গ্রামবাসীদের ৷ খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে অভিযুক্তকে গ্রেফতার করলে মৃতদেহ সৎকারে নিয়ে যান পরিবারের লোকজন ৷

Malda Murder Chaos
মৃতদেহ রেখে বিক্ষোভ গ্রামবাসীর

By

Published : Feb 11, 2023, 9:38 PM IST

মালদা, 11 ফেব্রুয়ারি: সাত শতক জমি নিয়ে বিবাদের জেরে কাকার হাতে খুন হতে হল ভাইপোকে (Uncle Murdered His Nephew) ৷ ঘটনার প্রতিবাদে কাকার বাড়ির সামনে মৃতদেহ ফেলে রেখে বিক্ষোভ গ্রামবাসীদের ৷ খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে অভিযুক্তকে গ্রেফতার করলে মৃতদেহ সৎকারে নিয়ে যান পরিবারের লোকজন ৷ ঘটনাটি ঘটেছে মানিকচকের ভূতনি দক্ষিণ চণ্ডীপুর গ্রাম পঞ্চায়েতের বামাচরণটোলা এলাকায় (Malda Crime News) ৷

মৃত ভাইপোর নাম গণেশ মণ্ডল (30) ৷ স্থানীয় ও পরিবার সূত্রে জানা গিয়েছে, সাত শতক জমি নিয়ে দীর্ঘদিন ধরে গণেশের সঙ্গে বিবাদ চলছিল কাকা দুর্গা সেন মণ্ডলের ৷ ওই জমিতে ধান চাষ করার জন্য গত 3 ফেব্রুয়ারি জমি থেকে কচুরিপানা পরিষ্কার করেন গণেশ ৷ বিষয়টি নজরে আসতেই গণেশের সঙ্গে বচসা বেঁধে যায় দুর্গা সেন মণ্ডলের ৷ অভিযোগ, সেই সময় জমিতে পড়ে থাকা একটি বাঁশ নিয়ে গণেশের মাথায় আঘাত করে দুর্গাসেন ৷ ঘটনাস্থলেই জ্ঞান হারান ভাইপো গণেশ ৷ বেশ কিছুক্ষণ পর স্থানীয় বাসিন্দারা রক্তাক্ত অবস্থায় তাঁকে পড়ে থাকতে দেখে উদ্ধার করে স্থানীয় স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যান ৷

কর্তব্যরত চিকিৎসকরা গণেশকে মালদা মেডিক্য়ালে রেফার করে দেন ৷ সেখানেও অবস্থার অবনতি হতে থাকায় তাঁকে রেফার করা হয় কলকাতায় ৷ এই ঘটনায় 7 ফেব্রুয়ারি পুলিশে অভিযোগ দায়ের করেন গণেশের স্ত্রী রুমা মণ্ডল ৷ বৃহস্পতিবার রাতে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় ত্রিশ বছরের ওই ভাইপোর ৷ শনিবার সকালে মৃতদেহ বাড়িতে আসার পর বিক্ষোভ দেখান স্থানীয় বাসিন্দারা ৷ অবিলম্বে গ্রেফতারির দাবিতে কাকা দুর্গা সেনের বাড়ির সামনে গণেশের মৃতদেহ রেখেই বিক্ষোভ দেখান তাঁরা ৷ খবর পেয়ে ঘটনাস্থলে আসে ভূতনি থানার পুলিশ ৷ এরপর মথুরাপুরের এক আত্মীয়ের বাড়ি থেকে গ্রেফতার করা হয় দুর্গা সেনকে ৷

আরও পড়ুন:স্ত্রী'র সামনেই স্বামীকে ধারালো অস্ত্র দিয়ে খুন, অভিযুক্ত পলাতক

গণেশের স্ত্রী রুমা মণ্ডল বলেন, "ঘটনার সময় আমি বাড়িতে ছিলাম না, দিল্লিতে ছিলাম ৷ খবর পাই, দুর্গা সেন স্বামীকে মারধর করেছে ৷ খবর পেয়ে বাড়িতে আসি ৷ বাড়ি থেকে মেডিক্যালে যাই ৷ ততক্ষণে স্বামীকে কলকাতা রেফার করা হয়েছে ৷ বৃহস্পতিবার রাতে স্বামীর মৃত্যু হয়েছে ৷ এখন আমি দু'টো বাচ্চা নিয়ে কীভাবে সংসার সামলাব? এখন স্বামীর মৃতদেহ দুর্গা সেনের বাড়ির সামনে রেখে দিয়েছি ৷ যতক্ষণ না-ওকে গ্রেফতার করা হচ্ছে ততক্ষণ স্বামীর মৃতদেহ নিয়ে যাব না ৷"

স্থানীয় বাসিন্দা সোনু মণ্ডল বলেন, "ঘটনাটি ঘটেছে গত 3 তারিখ ৷ সেদিন কচুরিপানা নিয়ে গণেশের সঙ্গে ওর কাকার ঝামেলা হয় ৷ ঘটনার সময় গণেশের মাথায় আঘাত করে কাকা ৷ স্থানীয় বাসিন্দারা গণেশকে উদ্ধার করে প্রথমে স্থানীয় স্বাস্থ্যকেন্দ্র পরে মালদা মেডিক্যালে নিয়ে যান ৷ সেখানেও চিকিৎসকরা গণেশকে কলকাতা রেফার করে দেন ৷ কিন্তু পরিবারের কেউ না-থাকায় প্রথমে গণেশকে কলকাতা নিয়ে যাওয়া যায়নি ৷ পরে জামাইবাবু এসে তাঁকে কলকাতা নিয়ে যান ৷ গত পরশু কলকাতায় মৃত্যু হয় গণেশের ৷ শনিবার মৃতদেহটি দুর্গাসেনের বাড়ির সামনেই রাখা হয়েছে ৷ পুলিশ ঘটনাস্থলে এসেছে ৷ আমরা দোষীর শাস্তি চাইছি ৷"

আরও পড়ুন:প্রেমিকাকে গলা টিপে খুন, পরে সুইসাইড নোট লিখে আত্মঘাতী যুবক

ABOUT THE AUTHOR

...view details