মালদা, 4 জুলাই : রাস্তার দাবিতে অভিনব প্রতিবাদ গ্রামবাসীদের ৷ হাঁটাচলার রাস্তা হয়ে গিয়েছে যেন চষা মাঠ । আর বর্ষায় কাদা জমেছে । তাই চলাচলের রাস্তায় ধানের চারা পুঁতে এই অব্যবস্থার প্রতিবাদ জানালেন গ্রামবাসীরা । গতকাল ঘটনাটি ঘটেছে চাঁচল 1 নম্বর ব্লকের মহানন্দপুর গ্রাম পঞ্চায়েতের দক্ষিণ পাকা গ্রামে । ধানের চারা রোপণ ছাড়া রাস্তায় টায়ার জ্বালিয়েও বিক্ষোভ দেখান তাঁরা ৷ ঘণ্টা দুয়েক ধরে চলে বিক্ষোভ ৷
স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, মহানন্দপুর গ্রাম পঞ্চায়েতের প্রায় চার কিলোমিটার রাস্তা দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় পড়ে রয়েছে । বর্ষার সময় রাস্তায় এক হাঁটু জল-কাদা জমে থাকে । সাইকেল-মোটর সাইকেল নিয়ে যাওয়া দূরের কথা, পায়ে হেঁটে চলাচলও অসম্ভব হয়ে ওঠে । সেই সময় কোনও রোগীকে হাসপাতালে নিয়ে যাওয়া তো সাধ্যের বাইরে । একাধিকবার বিষয়টি স্থানীয় পঞ্চায়েতে জানানো হলেও কোনও ফল মেলেনি । প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করতে গতকাল স্থানীয়রা তাই এভাবে বিক্ষোভ দেখিয়েছেন মহানন্দপুর গ্রাম পঞ্চায়েতের কার্যালয়ের সামনে ।
আরও পড়ুন :Lal Bandh Bishnupur : মল্লগড়ের লালবাঁধ আজও ইতিহাসের সাক্ষী হয়ে দাঁড়িয়ে
স্থানীয় এক বাসিন্দা অলি আজম বলেন, "আমরা পথ অবরোধ করেছি । গত 20 বছর ধরে আমরা এই সমস্যায় ভুগছি । প্রায় তিন-চার কিলোমিটার রাস্তা, চলাচল করা যায় না । স্কুলে যাতায়াত, টিউশন, হাটে যাতায়াত, সব কিছুতেই সমস্যায় পড়তে হচ্ছে এলাকাবাসীদের । স্থানীয় পঞ্চায়েত আমাদের আবেদনে কোনও গুরুত্ব দিচ্ছে না । দীর্ঘদিন ধরে পঞ্চায়েত প্রধান অফিসে আসছেন না ৷ বলেছেন তোমাদের ব্যাপার তোমরা বোঝো ৷ বাধ্য হয়ে আমাদের এই পদক্ষেপ করতে হয়েছে । আজ আমরা রাস্তায় ধানের চারা লাগিয়ে, টায়ার জ্বালিয়ে পথ অবরোধ করেছি । আমাদের একটাই দাবি আমাদের রাস্তা তড়িঘড়ি সংস্কার করা হোক ।"
রাস্তা মেরামতের দাবিতে প্রতিবাদ গ্রামবাসীর একই বক্তব্য আরেক বাসিন্দা আবদুল খালেকের । তিনি বলেন, "রাস্তার অবস্থা খুব সংকটজনক। এই রাস্তা দিয়ে স্কুল, বাজার-হাট যেতে হয় । বহুবার পঞ্চায়েতে রাস্তা সংস্কারের আবেদনে জানিয়েও লাভ হয়নি । গত 20 বছর ধরে এখানে কংগ্রেসের প্রধান ছিলেন । বর্তমানে কংগ্রেসের পঞ্চায়েতের সদস্য রয়েছে । কিন্তু কেউ কিছুই করছে না । সামান্য বৃষ্টিতে পুরো রাস্তায় কাদা জমে যাচ্ছে । মাঝে মাঝে শুধু মাটি ফেলে দিচ্ছে রাস্তায় ৷ বাধ্য হয়ে আমরা ধান রোপণ করে, টায়ার জ্বালিয়ে অবরোধ করেছি ।"