ভিলেজ পুলিশকে নিয়ে বিতর্ক ইংরেজবাজারে মালদা, 6 মার্চ: সম্প্রতি মালদার ইংরেজবাজারে তৃণমূলের ব্লক কমিটির তালিকায় একাধিক সিভিক ভলান্টিয়ারের নাম উঠে এসেছিল ৷ তা নিয়ে জেলার রাজনৈতিক মহলে আলোড়নও পড়েছিল ৷ এবার শাসকদলের ‘দিদির সুরক্ষা কবচ’ কর্মসূচিতে সরাসরি অংশ নিতে দেখা গেল এক ভিলেজ পুলিশকর্মীকে ৷ এ নিয়ে সামাজিক মাধ্যমে সরব হয়েছে বিজেপি ৷ জানা গিয়েছে, বিষয়টি প্রকাশ্যে আসতেই ওই ভিলেজ পুলিশকর্মীকে তিরষ্কার করেছেন জেলা পুলিশের কর্তারা ৷ তাঁর এহেন কাজকে সমর্থন করেনি জেলা তৃণমূল নেতৃত্বও (English Bazar village police controversy)৷
রবিবার বিজেপি'র তরফে সোশ্যাল মিডিয়ায় একটি ছবি প্রকাশ করা হয়৷ ওই ছবিতে দেখা যায়, তিন তৃণমূল কর্মী দিদির সুরক্ষা কবচ কর্মসূচি পালন করছেন ৷ এক গ্রামবাসীকে তাঁরা পোস্টারের মাধ্যমে রাজ্যের বিভিন্ন প্রকল্প সম্পর্কে অবহিত করছেন ৷ ওই তিনজনের মধ্যে একজন ভিলেজ পুলিশ ৷ তাঁর নাম ঋজু দাস ৷ তিনি ইংরেজবাজার ব্লকের যদুপুর 1 নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকায় কর্মরত ৷ সামাজিক মাধ্যমে এই ছবি প্রকাশিত হতেই শোরগোল পড়ে যায় বিভিন্ন মহলে ৷ অস্বস্তিতে পড়ে যান জেলা পুলিশের কর্তারাও (village police controversy in Malda) ৷
এই প্রসঙ্গে, সোমবার ইটিভি ভারত-কে বিজেপি'র জেলা মিডিয়া ইনচার্জ তথা দলের সহ-সভাপতি অজয় গঙ্গোপাধ্যায় জানিয়েছেন, এ নিয়ে নতুন করে কিছু বলার নেই ৷ বিভিন্ন সময়ে দেখা গিয়েছে, শাসকদলের কর্মীদের ভিলেজ পুলিশ ও সিভিক ভলান্টিয়ারদের পোশাক পরিয়ে সামনে নিয়ে আসা হয়েছে ৷ অনেক সময় দেখা গিয়েছে, তাঁদের গায়ে জংলি পোশাক থাকলেও পায়ে জুতোর বদলে চটি ৷ ভিলেজ পুলিশের কাজ, গ্রামের মানুষের সমস্যায় তাঁদের পাশে থাকা এবং নির্দিষ্ট জায়গায় প্রয়োজনীয় তথ্য দেওয়া ৷ কিন্তু এই জেলায় ভিলেজ পুলিশের কাজ গ্রাম থেকে বিভিন্ন উপায়ে টাকা তোলা ৷
আরও পড়ুন: মমতার নামে অপপ্রচার করলে জিভ কেটে নেওয়া হবে, হুমকি ইদ্রিশের
গেরুয়া শিবিরের অভিযোগ, পুলিশকর্তারা সব জানলেও কিছু করতে পারেন না ৷ কারণ, এই ভিলেজ পুলিশদের স্থানীয় তৃণমূল নেতারা নিয়োগ করেন ৷ গ্রাম থেকে আদায় করা তোলা তৃণমূল নেতাদের কাছে পৌঁছে যায় ৷ এই বিষয়ে পুলিশ কর্তাদের কাছে অভিয়োগ জানিয়েও কোনও লাভ হয়নি ৷ এনিয়ে পুলিশের তরফে কেউ প্রতিক্রিয়া দিতে রাজি না হলেও জেলা তৃণমূলের মুখপাত্র শুভময় বসু বলেন,“বিষয়টি নিয়ে বিরোধীরা কী প্রচার করছে জানি না ৷ তবে এমন ঘটনা ঘটে থাকলে সেটা অন্যায় হয়েছে ৷ একজনের নিজস্ব রাজনৈতিক মত থাকতেই পারে ৷ কিন্তু তিনি যখন ভিলেজ পুলিশ হিসাবে কর্মরত, তখন তিনি এটা করতে পারেন না ৷ এসব বিষয়গুলোকে আর প্রশ্রয় দেওয়া যাবে না ৷"