পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Panchayat Polls Results 2023: স্ট্রং রুম থেকে পাচার হচ্ছে ব্যালট বাক্স ! ভাইরাল ভিডিয়ো ঘিরে অভিযোগ তৃণমূলের প্রার্থীর দিকে - অভিযোগের তীর তৃণমূল প্রার্থীর দিকে

পুলিশ এবং কেন্দ্রীয় বাহিনীর সামনেই মূল স্ট্রং রুম থেকে পাচার হয়ে যাচ্ছে ব্যালট বাক্স ৷ ভাইরাল ভিডিয়ো ঘিরে তোলপাড় সোশাল মিডিয়া ৷ অভিযোগের তীর তৃণমূল প্রার্থীর দিকে ৷

Etv Bharat
স্ট্রং রুম থেকে পাচার হচ্ছে ব্যালট বাক্স

By

Published : Jul 15, 2023, 11:05 PM IST

স্ট্রং রুম থেকে পাচার হচ্ছে ব্যালট বাক্স

মালদা, 15 জুলাই: মাত্র 30 সেকেন্ডের একটি ভিডিয়ো ক্লিপ ৷ সেটাই এখন সোশাল মিডিয়ায় ভাইরাল মালদার স্ট্রং রুমের সেই ভিডিয়ো ৷ যে ভিডিয়ো ক্লিপে দেখা যাচ্ছে, পঞ্চায়েত নির্বাচনের স্ট্রং রুমে রয়েছেন ইংরেজবাজার ব্লকের তৃণমূলের জেলা পরিষদের প্রার্থী প্রতিভা সিং ৷ সেখানে মোতায়েন রয়েছে পুলিশ কর্মীরাও ৷ মূল স্ট্রং রুমে রয়েছে কেন্দ্রীয় বাহিনীও ৷ সেখানেই দেখা যাচ্ছে, প্রতিভা সিং কাউকে কিছু নির্দেশ দিচ্ছেন ৷ আর তারপরই ভিতর থেকে সিল করা ব্যালট বাক্স বাইরে পাচার করছেন একজন ৷ ইটিভি ভারত এই ভিডিও ক্লিপের সত্যতা অবশ্য যাচাই করেনি ৷ তবে এই ভিডিয়ো ক্লিপ দেখে সরব বিরোধীরা ৷ বিষয়টি আদালত পর্যন্ত নিয়ে যাওয়ার হুমকি দিয়েছে তারা ৷ যদিও শাসকদলের তরফে গোটা ঘটনাটিকে মিথ্যে বলে দাবি করা হয়েছে ৷

বিষয়টি নিয়ে সিপিএমের জেলা সম্পাদকমণ্ডলীর সদস্য কৌশিক মিশ্র জানান, বিভিন্ন বুথের ব্যালট বাক্স যে ওলটপালট করা হয়েছে, তা প্রমাণিত ৷ বাক্স থেকে প্রচুর ব্যালট পেপার বের করে অন্য ব্যালটে ঢোকানো হয়েছে ৷ কাউন্টিংয়ের সময় অসংখ্য ব্যালট পেপারে প্রিসাইডিং অফিসারের সিল কিংবা স্বাক্ষর ছিল না বলেও অভিযোগ ৷ মালদা জেলা স্কুলের গণনাকেন্দ্রের বাইরে ছাপ মারা ব্যালট পেপার পড়ে থাকতে দেখা গিয়েছে ৷ জেলার বিভিন্ন জায়গাতেই এই ব্যালট পেপার পড়ে থাকতে দেখা গিয়েছে ৷ তাঁর দাবি, এসব থেকেই প্রমাণিত, প্রশাসনকে ব্যবহার করে তৃণমূল ব্যালট লুঠ করেছে ৷ তিনি বলেন, "আমি একে সরকারি রিগিং বলব ৷ এতে গোটা প্রশাসন জড়িত ৷ আমরা গোটা রাত স্ট্রং রুম পাহারা দিয়েছি ৷ সকালে স্ট্রং রুম খোলার সময়ও আমাদের প্রতিনিধিরা ছিল ৷ তার মধ্যে ওরা যে কোনও উপায়ে ব্যালট বাক্স বদল করেছে ৷ একটি বুথে তৃণমূল দুই হাজার 416, বিজেপি 688 আর জোটের কংগ্রেস প্রার্থী 41টি ভোট পেয়েছেন ৷ একটি বুথে কত ভোটার থাকে? আসলে জাল ব্যালট ভরার সময় ওদের এসব মাথায় ছিল না ৷ এই ভাইরাল ভিডিয়ো নিয়ে আমরা নির্বাচন কমিশনে অভিযোগ জানাচ্ছি ৷ আগামী 18 তারিখ এসব নিয়ে আদালত রায় শোনাবে ৷ আমরা সেদিকেই তাকিয়ে রয়েছি ৷”

জেলা কংগ্রেসের সাধারণ সম্পাদক মোত্তাকিন আলম বলেন, “আমরা প্রথম থেকেই বলে আসছি, ভোটে তৃণমূল সন্ত্রাস করবে ৷ সেটাই হয়েছে ৷ হার্মাদ, পুলিশ আর প্রশাসনকে কাজে লাগিয়ে তারা ভোটে জিতেছে ৷ এখন যেখান সেখান থেকে ছাপ মারা ব্যালট উদ্ধার হচ্ছে ৷ এই ভোটে বিরোধীরা বহু আশা নিয়ে লড়াই করেছে ৷ আমরা অনেক বুথে তৃণমূলকে ছাপ্পা দিতে দিইনি ৷ কিন্তু স্ট্রং রুমে ছাপ্পা হয়ে গিয়েছে ৷ স্ট্রং রুমে ব্যালট ওলটপালট করার জন্যই এই জেলায় 11টার আগে গণনা শুরু হয়নি ৷ এটা নির্বাচন না, প্রহসন হয়েছে ৷ আমরা ইতিমধ্যে তথ্য প্রমাণ দিয়ে কলকাতা হাইকোর্টে অভিযোগ দায়ের করতে শুরু করেছি ৷ আগামিকাল পর্যন্ত আমাদের সমস্ত তথ্য কোর্টে জমা পড়বে ৷"

উত্তর মালদার বিজেপি সাংসদ খগেন মুর্মু বলেন, "তৃণমূল মানুষকে বিশ্বাস করে না ৷ মানুষের সমর্থনও চায় না ৷ এরা সারা বাংলা জুড়ে তাণ্ডব চালিয়েছে ৷ নির্বাচনের দিন এরা ব্যালট বাক্স অদলবদল করেছে ৷ ডিসিআরসি থেকে স্ট্রং রুম পর্যন্ত ব্যালট বাক্স পৌঁছোয়নি ৷ গাজোলের সালাইডাঙার ব্যালট বাক্স এখনও পর্যন্ত মিসিং ৷ এভাবে ওরা সর্বত্র বাক্স বদল করেছে ৷ মালদার সব জায়গায় এটা হয়েছে ৷ ভিডিয়োতে দেখা যাচ্ছে, ইংরেজবাজারের স্ট্রং রুমে প্রতিভা সিং স্ট্রং রুমে দাঁড়িয়ে থেকে বাক্স বদল করছেন ৷ কী করে উনি সেখানে গেলেন? কমিশনই বা কীভাবে তাঁকে ওখানে যেতে দিল? এরা স্ট্রং রুমে ঢোকার জন্য আলাদা রাস্তা করেছিল ৷ গাজোলে জানালা দিয়ে বাক্স বাইরে পাচার করা হয়েছে ৷ এসব ব্যবস্থা প্রশাসনই করেছে ৷ এভাবেই ব্যালট বাক্স বাইরে বের করে নতুন ব্যালট ঢোকানো হয়েছে ৷ বিভিন্ন জায়গা থেকে এখন ছাপ মারা ব্যালট উদ্ধার হচ্ছে ৷ তৃণমূলের এসব কাজ আর গোপন নেই ৷ এটা এখন প্রমাণিত৷ আমরা নির্বাচন কমিশনে অভিযোগ জানিয়েছি ৷ দলের তরফেও ব্যবস্থা নেওয়া হচ্ছে ৷”

আরও পড়ুন: পঞ্চায়েত ভোট মিটতেই অগস্টে রাজ্যে আসছেন অমিত শাহ

যদিও বিরোধীদের সমস্ত অভিযোগ মিথ্যে বলে দাবি করেছেন তৃণমূলের জেলা মুখপাত্র আশিস কুণ্ডু ৷ তিনি বলেন, “মমতা বন্দ্যোপাধ্যায়ের জনমুখী প্রকল্পগুলির দিকে তাকিয়ে জেলার মানুষ ধর্ম-বর্ণের ঊর্ধ্বে উঠে তৃণমূলকে ভোট দিয়েছে ৷ ভোটে গোহারা হেরে, নিজেদের ব্যর্থতা ঢাকতে বিরোধীরা এসব মিথ্যে অভিযোগ করছে ৷ এসব ধোপে টিকবে না ৷ যে কোনও প্রার্থী বা কাউন্টিং এজেন্ট স্ট্রং রুমে ব্যালট বাক্স রাখার সময় একটি নির্দিষ্ট পরিসর পর্যন্ত যেতেই পারেন ৷ কিন্তু যেখানে কেন্দ্রীয় বাহিনী ছিল, সেখানে কেউ ঢুকতে পারেনি ৷”

ABOUT THE AUTHOR

...view details