পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Panchayat Elections 2023: শহিদ দিবসের মঞ্চে হবে পঞ্চায়েতের বিজয়োৎসব, মালদায় ঘোষণা অভিষেকের - বিজয় উৎসব

পঞ্চায়েত নির্বাচনই হল না ৷ আর তার আগেই বিজয় উৎসবের আগাম ঘোষণা করে দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় ৷ তাও আবার তৃণমূলের শহিদ দিবসের মঞ্চে ৷ পাশাপাশি, অভিষেকের পঞ্চায়েত নির্বাচনের প্রচারের প্রায় পুরোটাই শোনা গেল লোকসভার ইস্যু ৷

Panchayat Elections 2023
Panchayat Elections 2023

By

Published : Jul 2, 2023, 6:00 PM IST

Updated : Jul 3, 2023, 7:36 AM IST

মালদায় অভিষেক

মালদা, 3 জুলাই: পঞ্চায়েত নির্বাচনের প্রচার, না লোকসভা নির্বাচন ! মালদায় নির্বাচনী প্রচারে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ভাষণে সেই ভ্রম হওয়া স্বাভাবিক ৷ রবিবাসরীয় দুপুরে পঞ্চায়েত নির্বাচনের প্রচার মঞ্চ থেকে চব্বিশে লোকসভা ভোটের দামামা বাজিয়ে দিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক ৷ তাঁর বক্তব্যের ছত্রে ছত্রে উঠে এল জাতীয় রাজনীতির নানা প্রসঙ্গ ৷ অন্যদিকে একুশের শহিদ দিবসে পঞ্চায়েতের বিজয় দিবস পালনের আগাম ঘোষণা করলেন অভিষেক ৷

পঞ্চায়েত ভোটের আগে আজ ছিল শেষ রবিবারের প্রচার ৷ আর সেই প্রচার মঞ্চ থেকেই অভিষেক বন্দ্যোপাধ্যায় ঘোষণা করলেন, 11 জুলাই পঞ্চায়েতের ফল তৃণমূলের পক্ষে যাচ্ছে ৷ বিভিন্ন সংবাদমাধ্যমেও তাই দেখানো হচ্ছে বলেও দাবি করেন তিনি ৷ আর তাই পঞ্চায়েতের বিজয় উৎসব পালনের জন্য, তৃণমূলের ‘শহিদ দিবস’-এর মঞ্চকেই বেছে নিলেন অভিষেক ৷ ঘোষণা করলেন, 21 জুলাই ‘শহিদ দিবস’-এর মঞ্চে পঞ্চায়েতের ‘বিজয় উৎসব’ পালন করবেন তিনি ৷ যে দিনটিকে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শোকের দিন হিসেবে পালন করেন ৷ যেখানে তিনি পুলিশের গুলিতে নিহতদের আত্মার শান্তি কামনা করেন ৷ সেই মঞ্চে বিজয় উৎসবের ঘোষণা করলেন অভিষেক ৷

তবে এটুকুই ৷ পঞ্চায়েত নির্বাচন নিয়ে আর বিশেষ কোনও বক্তব্য শোনা যায়নি তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের মুখে ৷ এরপরেই তিনি বাঁক ঘুরে মুড়ে যান চব্বিশের লোকসভা নির্বাচন ইস্যুতে ৷ যার শুরুতেই আজ অভিষেকের নিশানায় ছিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীররঞ্জন চৌধুরী ৷ তাঁকে বারবার বিজেপির এজেন্ট বলে উল্লেখ করলেন তিনি ৷ তাঁর বক্তব্য, “একদিকে রাহুল গান্ধি বলছেন, বিজেপির বিরুদ্ধে সবাই একজোট হয়ে লড়ব ৷ অন্যদিকে, বাংলায় শুভেন্দু অধিকারী আর অধীর চৌধুরীর ভাষা এক ৷ সুকান্ত-দিলীপের ভাষার সঙ্গে অধীরের ভাষা মিলে যাচ্ছে ৷ অধীর চৌধুরী একবারও বিজেপির কোনও নেতার বিরুদ্ধে কথা বলেননি ৷ তিনি অমিত শাহের পুলিশের উপর ভরসা রাখেন ৷ রাজ্যের পুলিশের উপর নয় ৷ রান্নার গ্যাসের দাম 400 টাকা থেকে বেড়ে 1200 টাকা হলেও অধীরের রা নেই ৷ বিজেপির নেতারাও কখনও অধীরের বিরুদ্ধে কথা বলেন না ৷”

অভিষেক দাবি করেছেন, এবারের পঞ্চায়েতে বিজেপির সঙ্গে বাম-কংগ্রেসের অলিখিত চুক্তি হয়েছে ৷ অনেক আসনই বিজেপি, কংগ্রেস ও বামের একে অন্যকে ছেড়ে দিয়েছে ৷ তাই সুজন চক্রবর্তী, মহম্মদ সেলিম, বিমান বসুদের গলাতেও বিজেপির বিরুদ্ধে কোনও কথা নেই বলে অভিযোগ করেছেন তৃণমূলের 'সেকেন্ড ইন কমান্ড' ৷

অভিষেক এদিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ‘দুর্নীতির বিরুদ্ধে গ্যারান্টার’ মন্তব্যকে পালটা নিশানা করেছেন ৷ তিনি বলেন, “ক’দিন আগে পটনায় বিজেপির বিরুদ্ধে 17টি দল একজোট হয়ে বৈঠক করেছে ৷ তার পরেই নরেন্দ্র মোদি জনসভায় বলেছেন, তিনি নাকি দুর্নীতির বিরুদ্ধে গ্যারান্টার ৷ অথচ শুভেন্দু অধিকারীকে টিভির পর্দায় টাকা নিতে দেখা গেলেও, তার বিরুদ্ধে কোনও ব্যবস্থা নেওয়া হয়নি ৷’’

আরও পড়ুন:খানিক সুস্থ হয়ে ভোট প্রচারে ফিরছেন মমতা, অনুব্রতহীন বীরভূমে সোমে করবেন ভার্চুয়াল সভা

সেন্ট্রাল ভিস্তা ইস্যুতেও রবিবার মোদিকে নিশানা করেন ডায়মন্ড হারবারের সাংসদ ৷ তিনি বলেন, ‘‘মোদি এখন 20 হাজার কোটি টাকা খরচ করে সেন্ট্রাল ভিস্তা বানাচ্ছেন ৷ সেটা তাঁর বাড়ি ৷ অথচ বাংলার গরিব মানুষের মাথায় ছাদ নেই ৷ এমন গ্যারান্টারের প্রয়োজন কী ? তাই চব্বিশের ভোটে মোদিকে বিদায় জানাবে মানুষ ৷ এ বছর রাজস্থান, ছত্তিশগড়, তেলাঙ্গানা, মিজোরাম আর মধ্যপ্রদেশে বিধানসভা নির্বাচন আছে ৷ বিজেপিকে কীভাবে তাড়াতে হয়, একুশে তা দেখিয়ে দিয়েছে বাংলা ৷ সেই পথে পদ্ম বিদায় করেছে কর্ণাটক ৷ এবার এই পাঁচটি রাজ্যে বিজেপি নিশ্চিতভাবে হারছে ৷ আর চব্বিশে দিল্লির মসনদ থেকে বিজেপির বিদায় শুধু সময়ের অপেক্ষা ৷”

পঞ্চায়েত নির্বাচনের মঞ্চে শুধু লোকসভা আর দিল্লির মসনদ থেকে মোদি বিদায়ের প্রসঙ্গই শোনা গেল অভিষেকের বক্তব্যে ৷ এ যেন লোকসভার ফাইনালের আগে সেমিফাইনাল খেলতে নেমেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় ৷

আরও পড়ুন:24 জুলাই রাজ্যসভার ভোট, কারা হবেন তৃণমূলের প্রার্থী ? জল্পনা তুঙ্গে

শেষদিকে অবশ্য় রাজ্য সরকারের জনকল্যাণমূলক প্রকল্প ও মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের প্রসঙ্গ তুলে পঞ্চায়েতের প্রচারেও নজর দেন ডায়মন্ডহারবারের তৃণমূল সাংসদ ৷ তাঁর কথায়, “বাংলার যদি কেউ গ্যারান্টার থাকেন, তবে তিনি মমতা বন্দ্যোপাধ্যায় ৷ তিনি যা কথা দেন, সেটাই করেন ৷ এই মুহূর্তে মালদার 8 লক্ষ 34 হাজার মহিলা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের সুবিধে পাচ্ছেন ৷ 35 লক্ষ 17 হাজার পড়ুয়াকে ঐক্যশ্রী প্রকল্পে স্কলারশিপ দেওয়া হয়েছে ৷ 10 লক্ষ 77 হাজার স্বাস্থ্যসাথী কার্ড হয়েছে ৷ 8 লক্ষ 14 হাজার জাতিগত শংসাপত্র দেওয়া হয়েছে ৷ 12 হাজার 200 জন জয় জহর প্রকল্পের সুবিধে পাচ্ছেন ৷ 4 লক্ষ 35 হাজার মেয়েকে কন্যাশ্রী প্রকল্পে সাহায্য করা হয়েছে ৷ 41 লক্ষ 42 হাজার মানুষকে বিনামূল্যে রেশন দেওয়া হচ্ছে ৷ অনেক প্রত্যন্ত গ্রামেও এখন পথশ্রী প্রকল্পে রাস্তা তৈরি হচ্ছে ৷ আমি মা-মাটি-মানুষের সরকারের রিপোর্ট কার্ড দিলাম ৷’’

এর পরেই মালদা উত্তরের বিজেপি সাংসদ খগেন মুর্মুকে উদ্দেশ্য করে অভিষেক বলেন, ‘‘ক্ষমতা থাকলে কেন্দ্রীয় সরকারের রিপোর্ট কার্ড পেশ করুন ৷ হাতে আর মাত্র 10 মাস সময় আছে ৷ এ দিন একশোদিনের প্রকল্পের টাকা আটকে রাখা নিয়ে মালদা উত্তর ও দক্ষিণের সাংসদদের নিশানা করেন অভিষেক ৷ তিনি বলেন, ‘‘বাংলায় 100 দিনের টাকা ওরা আটকে দিয়েছে ৷ আবাস যোজনার টাকা দিচ্ছে না ৷ এই জেলায় একজন বিজেপির এবং একজন কংগ্রেসের সাংসদ রয়েছেন ৷ তাঁরা এ নিয়ে একটাও বৈঠক করেননি ৷ এবার এই জেলা থেকেও তৃণমূলের দু’জন সাংসদ নির্বাচিত করতে হবে ৷ তাঁরা দিল্লিতে গিয়ে মানুষের স্বার্থে আন্দোলন করবে ৷’’

আরও পড়ুন:অভিষেক 'নাবালক', প্রচারে উত্তরবঙ্গে পৌঁছে কটাক্ষের সুর শুভেন্দুর গলায়

আর সবশেষে পঞ্চায়েত নির্বাচনে তৃণমূলকে ভোট দেওয়া কথা শোনা গেল অভিষেকের গলায় ৷ জানালেন, তিনমাস অন্তর পঞ্চায়েত প্রধানদের কাজের পর্যালোচনা করবেন তিনি নিজে ৷ অভিষেক বলেন, “ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনে প্রতিটি জায়গায় তৃণমূলের প্রার্থীদের ভোট দিতে হবে ৷ এবার মালদার 146টি গ্রাম পঞ্চায়েতের প্রতিটিতে 3 মাস পরপর প্রধানদের কাজের পর্যালোচনা করা হবে ৷ আমি নিজে সেই কাজ করব ৷ যদি প্রধানরা ভালো কাজ করে থাকেন, তাঁদের ফের তিন মাসের মেয়াদ বৃদ্ধি করা হবে ৷ আর খারাপ কাজ করলে তাঁদের দল থেকে বহিষ্কারের পাশাপাশি প্রশাসনিক স্তরেও ব্যবস্থা নেওয়া হবে ৷’’

Last Updated : Jul 3, 2023, 7:36 AM IST

ABOUT THE AUTHOR

...view details