মালদা, 13 এপ্রিল : সংখ্যালঘু অধ্যুষিত মালদা জেলায় ভোটপ্রচারে এলেন BJP-র সংখ্যালঘু সেলের সর্বভারতীয় সহ সভাপতি মহম্মদ ইরফান আহমেদ। আজ দক্ষিণ মালদার দলীয় প্রার্থী শ্রীরূপা মিত্র চৌধুরির সমর্থনে প্রচারে নামার কথা তাঁর। মুসলিম অধ্যুষিত জেলা হলেও শুধুমাত্র সংখ্যালঘুদের জন্য তাঁর প্রচার বলে মানতে চাননি ইরফান সাহেব। প্রচারে নামার আগে মালদা শহরে ETV ভারতের প্রতিনিধির মুখোমুখি হয়ে তিনি বলেন, "শুধুমাত্র মুসলিম নয়, প্রত্যেক ভোটারের প্রতি আমার একটাই বার্তা, আপনারা বিকাশকে সামনে রাখুন। 50-60 বছর একই পরিবারের প্রার্থীদের ভোটে জিতিয়েছেন। আমি প্রার্থনা করব, সবাই যেন BJP প্রার্থীদের বিপুল ভোটে জেতান।"
বিদায়ি সাংসদকে কটাক্ষ করে তিনি বলেন, "আসলে এরা মিশন নমিনেশন নিয়ে আসে, আর ভোটের পর মিশন সার্টিফিকেট করে এখান থেকে গায়েব হয়ে যায়। গতকাল আমি কয়েকটি গ্রামে ঘুরেছি। গ্রামবাসীদের জিজ্ঞেস করেছি, তাঁরা ডালুবাবুর সঙ্গে কখনও চা খেয়েছেন কি না। আমার প্রশ্ন শুনে সবাই হেসেছেন। তাঁরা বলেছেন, চা খাওয়া তো দূরের কথা, কোনওদিন হাতও মেলাননি ডালুবাবু।" তিনি প্রশ্ন তোলেন, "গত 13 বছর সাংসদ থাকলেও তিনি কেন মানুষের পাশে থাকেননি? সাংসদ কোটার 65 কোটি টাকা দিয়ে তিনি কী কাজ করেছেন? তিনি তো নিজেও কেন্দ্রীয় মন্ত্রী ছিলেন। তাঁর ছেলে বিধায়ক। তাঁরা মানুষের জন্য কী কাজ করেছেন?"