মালদা, 15 মে : পড়ুয়াদের টানা অবস্থানের জেরে অসুস্থ হয়ে পড়লেন গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও রেজিস্ট্রার । গতকাল রাতেই তাঁদের মালদা মেডিকেল কলেজের ICU-তে ভরতি করা হয় । 20 ঘণ্টার বেশি সময় ধরে ভরতি বাতিলের দাবিতে অবস্থান বিক্ষোভ করছে বিশ্ববিদ্যালয়ের স্নাতকোত্তরের একাংশ পড়ুয়া । বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, গোটা ঘটনাকে কেন্দ্র করে অধ্যাপকরা মৌন প্রতিবাদ দেখাচ্ছেন ।
পড়ুয়াদের বিক্ষোভের জেরে অসুস্থ গৌড়বঙ্গের উপাচার্য-রেজিস্ট্রার - Student Aggitation
পড়ুয়াদের টানা অবস্থানের জেরে অসুস্থ হয়ে পড়লেন গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও রেজিস্ট্রার । গতকাল রাতেই তাঁদের মালদা মেডিকেল কলেজের ICU-তে ভরতি করা হয় ।
জানা গেছে, পড়ুয়াদের বিক্ষোভের জেরে গতকাল রাতে অসুস্থ হয়ে পড়েন উপাচার্য স্বাগত সেন ও রেজিস্ট্রার । তাঁদের মালদা মেডিকেল কলেজ হাসপাতালে ভরতি করা হয় । পরে বিক্ষোভে সামিল হওয়া এক পড়ুয়াও অসুস্থ হয়ে পড়লে তাঁকেও হাসপাতালে ভরতি করা হয় । প্রসেনজিৎ ঘোষ নামের এক পড়ুয়া জানায়, টানা 20 ঘণ্টা ধরে আমাদের অবস্থান চলছে । আমাদের প্রশ্ন, অন্যায়ভাবে কেন ওই পড়ুয়াকে ভরতি নেওয়া হল ? বিশ্ববিদ্যালয় সূত্রের খবর, একজন পড়ুয়ার জন্য কেন EC বৈঠক ডাকা হল- এই নিয়ে বিক্ষুব্ধ পড়ুয়ারা গতকাল রাতে উপাচার্যের সঙ্গে কথা বলতে তাঁর ঘরে যান । তখনই বিক্ষোভে সামিল পড়ুয়াদের বিরুদ্ধে সরব একাংশ উপাচার্যের ঘরে আসে । দু'পক্ষের মধ্যে হাতাহাতি শুরু হয় । এরপর বিক্ষোভরত পড়ুয়ারা উপাচার্যের ঘরেই অবস্থান দেখাতে শুরু করে । দুপক্ষের ঝামেলা ও অবস্থান বিক্ষোভের জেরেই অসুস্থ হয়ে পড়েন উপাচার্য স্বাগত সেন ।
উল্লেখ্য, ফুড অ্যান্ড নিউট্রিশন বিভাগে সম্প্রতি স্নাতকোত্তরে ভরতি হন মহম্মদ ফরিদ মণ্ডল নামে এক পড়ুয়া । তাঁর ভরতি নিয়ে প্রশ্ন ওঠে । বিশ্ববিদ্যালয়ের নিয়ম অনুযায়ী, ওই বিভাগ-সহ আরও কয়েকটি বিভাগে ভরতি হওয়ার ক্ষেত্রে বিশ্ববিদ্যালয়ের তালিকাভুক্ত অ্যালায়েড সাবজেক্টে অনার্স থাকতে হবে । পরে সেই বিষয়ে আরেকটি কোর্স করার পরই ফুড অ্যান্ড নিউট্রিশন বিভাগে ভরতি হতে পারে পড়ুয়ারা । এই নিয়মে ভেরিফিকেশনের সময় আটকে যান ফরিদ । তাঁর অ্যালায়েড সাবজেক্ট ছিল জুলজি । বিশ্ববিদ্যালয়ের অ্যালায়েড বিষয় হিসেবে জুলজি ছিল না । কিন্তু বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানায়, ভুলবশত তালিকায় জুলজি বিষয়টি ছিল না । কিন্তু জুলজিতে অনার্স থাকলে ফুড অ্যান্ড নিউট্রিশন বিভাগে ভরতি হওয়া যেতে পারে বলে জানান ফরিদ । এরপরই বিষয়টি নিয়ে বিশ্ববিদ্যালয়ের এগজ়িকিউটিভ কাউন্সিলের বৈঠক ডাকা হয় । সেই বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়, ফরিদের দাবি সঠিক । এরপরই তাঁকে ফুড অ্যান্ড নিউট্রিশন স্নাতকোত্তর বিভাগে ভরতি নেওয়া ।