মালদা, 29 মে : ডেভেলপমেন্ট অফিসারের উপর হামলার প্রতিবাদে আজ কয়েক ঘণ্টা কর্মবিরতি পালন করল গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও অশিক্ষক কর্মীরা । প্রশাসনিক ভবনের একতলায় অবস্থান আন্দোলন করেন তাঁরা । প্রতিবাদ অবস্থানে অংশ নেন খোদ উপাচার্য স্বাগত সেন । বিকেলের দিকে কর্মবিরতি তুলে নেওয়া হলেও প্রতীকী প্রতিবাদ আন্দোলন চলতে থাকবে বলে জানিয়ে দিয়েছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও অশিক্ষক কর্মীরা । এদিকে আপাতত স্থিতিশীল রয়েছেন আহত ডেভেলপমেন্ট অফিসার । আজ হাসপাতাল থেকে তাঁকে বাড়ি নিয়ে যাওয়া হয়েছে ।
বিশ্ববিদ্যালয়ের কর্মীর উপর হামলার প্রতিবাদে উপাচার্য ও কর্মীদের কর্মবিরতি - MALDA EDUCATION
ডেভেলপমেন্ট অফিসারের উপর হামলার প্রতিবাদে আজ কয়েক ঘণ্টা কর্মবিরতি পালন করল গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও অশিক্ষক কর্মীরা ।
গতকাল দুপুরে বাড়ি থেকে বিশ্ববিদ্যালয় যাওয়ার পথে, বাড়ির অদূরেই হামলার শিকার হন ডেভেলপমেন্ট অফিসার রাজীব পুততুণ্ড । জখম অবস্থায় তাঁকে ভরতি করা হয় মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে । তাঁকে দেখতে হাসপাতালে যান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, রেজিস্ট্রার সহ শিক্ষক-অশিক্ষক কর্মীদের অনেকেই । রাজীববাবু গতকালই জানিয়েছিলেন, যে দু'জন তাঁর উপর হামলা চালিয়েছে তাদের তিনি চেনেন না । এই ঘটনায় ইংরেজবাজার থানায় অভিযোগ দায়ের করা হয় । অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু হলেও এখনও পর্যন্ত কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ ।
উপাচার্য বলেন, "বাইরের কিছু দুষ্কৃতী বিশ্ববিদ্যালয়ের ভিতরে গোলমাল পাকাচ্ছে । গতকালও তা প্রমাণিত হয়েছে । কারণ, গতকাল বিশ্ববিদ্যালয়ের বাইরে এই ঘটনা ঘটলেও হামলাকারীরা রাজীববাবুকে বলেছিল, ছাত্রছাত্রীদের সঙ্গে কীভাবে ব্যবহার করতে হয় তা তারা শেখাবে । গতকালের ঘটনা প্রমাণ করছে, বাইরে থেকে উস্কানি দিয়ে দুষ্কৃতীদের উত্যক্ত করা হচ্ছে । সেই দুষ্কৃতীরা বিশ্ববিদ্যালয়ের কর্মীদের উপর হামলা চালাচ্ছে ।"