মালদা, 11 ফেব্রুয়ারি: পাঁচ দফা দাবিতে শনিবার সকাল থেকে 'রেল-রোড চাক্কাজাম' (Rail and Road Block Agitation) কর্মসূচি পালন করছে 'আদিবাসী সেঙ্গেল অভিযান' (Adivasi Sengel Abhiyan) ৷ যার জেরে চরম সমস্যায় পড়েছেন যাত্রীরা ৷ মালদা টাউন স্টেশনে জনজাতি আন্দোলনের কারণে রেল চলাচল স্থগিত থাকার ঘোষণা করা হচ্ছে প্রতিনিয়ত ৷ দূরপাল্লার ট্রেনগুলিকে মালদা টাউন স্টেশনে নিয়ে আসার চেষ্টা করছে রেল কর্তৃপক্ষ ৷ আন্দোলনের আঁচ ছুঁয়েছে বন্দে ভারত এক্সপ্রেসকেও (Tribal Agitation Effect on Vande Bharat Express) ৷
এদিনের আন্দোলন কর্মসূচির জেরে নিউ জলপাইগুড়ি-হাওড়া শতাব্দী এক্সপ্রেস সামসি স্টেশনে আটকে পড়ে ৷ ফরাক্কায় ঘণ্টা খানেক আটকে থাকার পর প্রায় সাড়ে এগারোটা নাগাদ মালদা টাউন স্টেশনে এসে পৌঁছয় বন্দে ভরত এক্সপ্রেস ৷ রেল কর্তৃপক্ষের তরফে জানানো হয়, জনজাতি আন্দোলনের কারণে আপাতত বেশ কিছু ট্রেন বিভিন্ন স্টেশনে আটকে থাকবে ৷ তবে দূরপাল্লার ট্রেনগুলিকে মালদা টাউন স্টেশনে নিয়ে আসার চেষ্টা করা হচ্ছে ৷ এতে যাত্রীদের খাবারের কোনও সমস্যা হবে না ৷
আরও পড়ুন:আদিবাসী আন্দোলনে রায়গঞ্জে স্তব্ধ সড়ক, পুরুলিয়ায় ব্যাহত রেল পরিষেবা
মালদা থেকে কলকাতা বইমেলায় যোগ দিতে যাচ্ছেন পার্থসারথি ঝা ৷ তিনি বলেন, "আমার শতাব্দী এক্সপ্রেসে কলকাতা যাওয়ার কথা ৷ রবিবার বইমেলায় যাওয়ার পর পরশুদিন বাংলাদেশের ঢাকায় যাওয়ার কথা ৷ 21 ফেব্রুয়ারি চট্টগ্রামে যাওয়ার পরিকল্পনা রয়েছে ৷ তবে যাওয়ার পথে প্রথমেই বাধা ৷ সকাল 8টা থেকে মালদা টাউন স্টেশনে বসে রয়েছি ৷ রেল কর্তৃপক্ষ আমাদের সঙ্গে কোনওরকম যোগাযোগ করেনি ৷ শুধুমাত্র মাইকে ঘোষণা করা হচ্ছে, জনজাতি আন্দোলনের কারণে রেল চলাচল বন্ধ রয়েছে ৷ কিন্তু আদিবাসী ভাইদের সঙ্গে আলোচনা চলছে কিনা তা জানা যাচ্ছে না ৷ আদৌ কখন আমাদের সমস্যার সমাধান হবে, কিছুই বোঝা যাচ্ছে না ৷ অন্তত কিছু একটা খবর জানতে পারলে মানসিকভাবে প্রস্তুতি নিতে পারব ৷ এখন ভগবানই আমাদের ভরসা ৷"
কলকাতা থেকে বন্দে ভারত এক্সপ্রেসে নিউ জলপাইগুড়ি যাচ্ছিলেন মৃদুলা সরকার ৷ তিনি বলেন, "সকাল 5টা 50 মিনিটে ট্রেন ছিল ৷ সেই কারণে ভোর 3টেয় ঘুম থেকে উঠতে হয়েছে ৷ নির্দিষ্ট সময় মতো ট্রেন ছেড়েছে ৷ ফরাক্কার কিছু আগে অবরোধের কারণে ট্রেন দাঁড়িয়ে পড়ে ৷ ঘণ্টা খানেক পর ট্রেন ছাড়ে ৷ এখন মালদা টাউন স্টেশনে দাঁড়িয়ে রয়েছি ৷ এখনও আমাদের খাবার দেওয়া হয়নি ৷ মেয়ে অসুস্থ, স্কুলের বিষয়টাও রয়েছে ৷ সব কিছুর সময় বাঁধা রয়েছে ৷ রেল কর্তৃপক্ষের তরফে এখনও আমাদের কিছু জানানো হয়নি ৷ রেলের তরফে অন্যান্য সমস্ত বিষয় ঘোষণা করা হচ্ছে ৷ কিন্তু অবরোধ উঠবে কিনা, প্রশাসনের তরফে কি পদক্ষেপ করা হচ্ছে, আমরা সেগুলো কিছুই জানতে পারছি না ৷"