মালদা, 27 জুন: বিশেষ চাহিদা সম্পন্নদের জন্য করোনা টিকাকরণের ব্যবস্থা করল মালদা জেলা প্রশাসন । আজ দুপুরে মালদা শহরের ধীরেন্দ্রনাথ সাহা উচ্চ বিদ্যালয়ে এই টিকাকরণ কর্মসূচির উদ্বোধন করেন জেলাশাসক রাজর্ষি মিত্র ।
অন্যান্য জেলায় করোনা টিকাকরণ নিয়ে নানা সমস্যা দেখা দিলেও মালদা জেলায় সুষ্ঠভাবে করোনার টিকাকরণ কর্মসূচি চলছে । জেলা প্রশাসন বিভিন্ন পর্যায়ে সমাজের বিভিন্নস্তরের মানুষের জন্য টিকাকরণের ব্যবস্থা করেছে । এর আগে মালদা শহরের যৌনকর্মীদের জন্য আলাদা করে টিকাকরণের ব্যবস্থা করা হয়েছিল । এবার জেলা প্রশাসন সমাজের বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তিদের টিকাকরণের উদ্যোগ নিল । আজ দুপুর থেকে মালদা শহরের ধীরেন্দ্রনাথ সাহা উচ্চ বিদ্যালয়ে এই কর্মসূচি শুরু হয়েছে । উপস্থিত ছিলেন 18 নম্বর ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলর তথা ওয়ার্ড কো-অর্ডিনেটর আশিস কুণ্ডু ।
কৃষ্ণপল্লি থেকে মেয়েকে টিকা দেওয়াতে এসেছিলেন কবিতা সাহা । তিনি বলেন, "বিশেষ চাহিদা সম্পন্নদের এখানে টিকা দেওয়া হচ্ছে । আমি মেয়েকে টিকা দেওয়াতে নিয়ে এসেছি । জেলা প্রশাসন টিকাকরণের ভালো ব্যবস্থা করেছে । তবে বাড়িতে টিকাকরণের ব্যবস্থা করা হলে আরও ভালো হত । আমার মেয়ে বড় হয়েছে, ওকে এখন বাইরে নিয়ে যাওয়া সমস্যার । আশাকরি মেয়ের দ্বিতীয় ডোজ বাড়িতেই হবে ।"