পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

মালদায় শুরু হল বিশেষ চাহিদা সম্পন্নদের টিকাকরণ কর্মসূচি - Specially abled

অন্যান্য জেলায় করোনা টিকাকরণ নিয়ে নানা সমস্যা দেখা দিলেও মালদা জেলায় সুষ্ঠভাবে করোনার টিকাকরণ কর্মসূচি চলছে । জেলা প্রশাসন বিভিন্ন পর্যায়ে সমাজের বিভিন্নস্তরের মানুষের জন্য টিকাকরণের ব্যবস্থা করেছে । এর আগে মালদা শহরের যৌনকর্মীদের জন্য আলাদা করে টিকাকরণের ব্যবস্থা করা হয়েছিল । এবার জেলা প্রশাসন সমাজের বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তিদের টিকাকরণের উদ্যোগ নিল ।

MALDA
MALDA

By

Published : Jun 27, 2021, 7:56 PM IST

মালদা, 27 জুন: বিশেষ চাহিদা সম্পন্নদের জন্য করোনা টিকাকরণের ব্যবস্থা করল মালদা জেলা প্রশাসন । আজ দুপুরে মালদা শহরের ধীরেন্দ্রনাথ সাহা উচ্চ বিদ্যালয়ে এই টিকাকরণ কর্মসূচির উদ্বোধন করেন জেলাশাসক রাজর্ষি মিত্র ।

অন্যান্য জেলায় করোনা টিকাকরণ নিয়ে নানা সমস্যা দেখা দিলেও মালদা জেলায় সুষ্ঠভাবে করোনার টিকাকরণ কর্মসূচি চলছে । জেলা প্রশাসন বিভিন্ন পর্যায়ে সমাজের বিভিন্নস্তরের মানুষের জন্য টিকাকরণের ব্যবস্থা করেছে । এর আগে মালদা শহরের যৌনকর্মীদের জন্য আলাদা করে টিকাকরণের ব্যবস্থা করা হয়েছিল । এবার জেলা প্রশাসন সমাজের বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তিদের টিকাকরণের উদ্যোগ নিল । আজ দুপুর থেকে মালদা শহরের ধীরেন্দ্রনাথ সাহা উচ্চ বিদ্যালয়ে এই কর্মসূচি শুরু হয়েছে । উপস্থিত ছিলেন 18 নম্বর ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলর তথা ওয়ার্ড কো-অর্ডিনেটর আশিস কুণ্ডু ।

কৃষ্ণপল্লি থেকে মেয়েকে টিকা দেওয়াতে এসেছিলেন কবিতা সাহা । তিনি বলেন, "বিশেষ চাহিদা সম্পন্নদের এখানে টিকা দেওয়া হচ্ছে । আমি মেয়েকে টিকা দেওয়াতে নিয়ে এসেছি । জেলা প্রশাসন টিকাকরণের ভালো ব্যবস্থা করেছে । তবে বাড়িতে টিকাকরণের ব্যবস্থা করা হলে আরও ভালো হত । আমার মেয়ে বড় হয়েছে, ওকে এখন বাইরে নিয়ে যাওয়া সমস্যার । আশাকরি মেয়ের দ্বিতীয় ডোজ বাড়িতেই হবে ।"

জেলাশাসক রাজর্ষি মিত্র বলেন, "আজ মালদা শহরের বিশেষ চাহিদা সম্পন্নদের টিকাকরণের ব্যবস্থা করা হয়েছে । এই কেন্দ্রে 350 জনের টিকাকরণ করা হবে । এরপরে যাঁরা বাকি থাকবেন তাঁদের জন্য পুনরায় এই ব্যবস্থা করা হবে । যাঁরা একদম চলাফেরা করতে পারেন না অর্থাৎ শয্যাশায়ী তাঁদের জন্য বাড়ি বাড়ি গিয়ে টিকাকরণ করা হবে ।"

আরও পড়ুন : Fake Vaccination : ভুয়ো ভ্যাকসিন কাণ্ডে বিচার বিভাগীয় তদন্তের দাবি অধীরের

ওয়ার্ড কো-অর্ডিনেটর আশিস কুণ্ডু বলেন, "এতদিন ধরে এই স্কুলে সাধারণ মানুষের জন্য করোনা টিকাকরণ চলছিল। আজ সমাজের বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তিদের জন্য বিশেষভাবে এই ক্যাম্প করা হয়েছে। জেলাশাসক পুরো ব্যবস্থা খতিয়ে দেখে এই ক্যাম্পের উদ্বোধন করেছেন । আজ এখানে 350 জন টিকা দেওয়া হবে । রাজ্য সরকারের নির্দেশিকা অনুযায়ী যাঁরা শয্যাশায়ী তাঁদের বাড়ি গিয়ে ভ্যাকসিন দেওয়ার ব্যবস্থা করা হবে ।"

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details