অজ্ঞাতপরিচয় ব্যক্তির দেহ উদ্ধার মালদা, 21 জানুয়ারি: রেল লাইনের ধার (railway track) থেকে শনিবার অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির দেহ উদ্ধার হয়েছে (Unknown person body recovered)৷ এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে রতুয়া থানার শ্রীপুর এলাকায় ৷ খবর পেয়ে দেহটি উদ্ধার করেছে রেল পুলিশ ৷ মৃত ব্যক্তির পরিচয় জানতে খোঁজখবর শুরু করেছে পুলিশ ৷ স্থানীয়দের অনুমান, চলন্ত ট্রেন থেকে পড়ে গিয়েই মৃত্যু হয়েছে ওই ব্যক্তির ৷ যদিও দেহের পোশাক থেকে কোনও ট্রেনের টিকিট পাওয়া যায়নি বলেই রেল পুলিশ সূত্রে জানা গিয়েছে ৷
আজ সকালে স্কুল যাওয়ার পথে শ্রীপুর সংলগ্ন এলাকায় কয়েকজন পড়ুয়ার চোখেই প্রথমে দেহটি নজরে আসে ৷ পড়ুয়ারা স্কুলে গিয়ে শিক্ষকদের ঘটনাটি জানায় ৷ তাঁরা গ্রামে গিয়ে ঘটনার কথা জানালে বাসিন্দারা ঘটনাস্থলে যান ৷ খবর যায় রেল পুলিশে ৷ কিছুক্ষণের মধ্যেই সেখানে চলে আসেন রেল পুলিশের কর্মীরা ৷ আসে আরপিএফও ৷ পুলিশকর্মীরা মৃতের পরিচয় জানতে স্থানীয়দের জিজ্ঞাসাবাদ করেন ৷ যদিও গ্রামবাসীদের কেউ পুলিশকে মৃত ব্যক্তির পরিচয় দিতে পারেননি ৷
স্থানীয় বাসিন্দা মোতাহার শেখ বলেন, "আজ সকাল সাড়ে ছ'টা নাগাদ এলাকার কিছু পড়ুয়া স্কুল যাচ্ছিল ৷ তারাই প্রথমে রেল লাইনের ধারে দেহটি পড়ে থাকতে দেখে ৷ ঘটনাস্থল থেকে শ্রীপুর স্টেশনের দূরত্ব প্রায় 500 মিটার ৷ তবে দেহটি আমরা কেউ চিনতে পারিনি ৷ মৃত ব্যক্তি এলাকার কেউ নয় ৷ সম্ভবত কোনও ট্রেন থেকে পড়ে গিয়েই ব্যক্তিটির মৃত্যু হয়েছে ৷"
রেল পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃতের পোশাক থেকে ট্রেনের কোনও টিকিট পাওয়া যায়নি ৷ দেহটি ময়নাতদন্তের জন্য মালদা মেডিক্যালে পাঠানো হয়েছে ৷ তবে যেভাবে দেহটি লাইনের ধারে পড়ে ছিল, তাতে অনুমান করা হচ্ছে, চলন্ত ট্রেন থেকে পড়ে গিয়েই এই দুর্ঘটনা ঘটেছে ৷ ময়নাতদন্তের রিপোর্ট পাওয়া গেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে ৷ তবে এই প্রথম নয়, শ্রীপুর ও সামসী স্টেশন এলাকায় মাঝেমধ্যেই রেল লাইনের ধার থেকে দেহ উদ্ধার হয় ৷ তার বেশিরভাগই অজ্ঞাতপরিচয় ৷ এলাকায় বারবার একই ঘটনা ঘটায় এই জায়গায় রাতে নজরদারি বাড়ানোর দাবি তুলছেন স্থানীয় বাসিন্দারা ৷
আরও পড়ুন:ফাঁকা মাঠে মিলল যুবকের অর্ধদগ্ধ দেহ, এলাকায় চাঞ্চল্য