মালদা, 12 জানুয়ারি: আজ, বৃহস্পতিবার স্বামী বিবেকানন্দের 161তম জন্মজয়ন্তী (Swami Vivekananda Birth Anniversary) ৷ তাই সারা দেশ আজ স্বামীজিকে শ্রদ্ধার্ঘ্য নিবেদন করছে । বাদ নেই মালদা জেলাও । স্বামীজীর মূর্তিতে মাল্যদান করে শ্রদ্ধার্ঘ্য নিবেদন করেছেন কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রকের প্রতিমন্ত্রী কপিল মোরেশ্বর পাতিল ।
কিন্তু তাঁর শ্রদ্ধার্ঘ্য নিবেদন নিয়েই বিতর্ক শুরু হয়েছে মালদায় (Swami Vivekananda Garlanding Controversy) । তিনি জুতো পরে স্বামীজির মূর্তিতে মাল্যদান করেছেন বলে অভিযোগ ৷ এনিয়ে বিজেপিকে কটাক্ষ করেছে রাজ্যের শাসকদল (TMC Slams BJP) ।
জুতো পরেই স্বামীজীকে মাল্যদান: বৃহস্পতিবার সকাল 9টা নাগাদ স্বামীজীকে স্মরণ করতে একটি মিছিল মালদা শহর পরিক্রমা করে । মিছিলে পা মেলান মালদা শহরের সমস্ত স্কুলের পড়ুয়া ও শিক্ষকরা । শহর পরিক্রমা শেষে মিছিল রামকৃষ্ণ মিশনে পৌঁছতেই, সেখানে এসে পৌঁছন কেন্দ্রীয় মন্ত্রী কপিল মোরেশ্বর পাতিল । প্রথমে রামকৃষ্ণ মিশনে ফুল দেওয়ার পর স্বামী বিবেকানন্দের মূর্তিতে মাল্যদান করেন তিনি । জুতো পরেই স্বামীজীকে মাল্যদান করেন তিনি ।