পশ্চিমবঙ্গ

west bengal

By

Published : Jan 12, 2023, 1:34 PM IST

Updated : Jan 12, 2023, 3:09 PM IST

ETV Bharat / state

Swami Vivekananda Garlanding Controversy: জুতো পরে স্বামীজীর মূর্তিতে মাল্যদান কেন্দ্রীয় মন্ত্রীর, অপমানের অভিযোগ তৃণমূলের

জন্মজয়ন্তীর অনুষ্ঠানে স্বামীজির মূর্তিতে জুতো পরে মাল্যদান (Swami Vivekananda Garlanding Controversy) ৷ বিতর্কে কেন্দ্রীয় মন্ত্রী ৷ এই নিয়ে বিজেপির বিরুদ্ধে তৃণমূল তোপ দেগেছে (TMC Slams BJP) ৷

Swami Vivekananda Garlanding Controversy
Swami Vivekananda Garlanding Controversy

জুতো পরে স্বামীজীর মূর্তিতে মাল্যদান কেন্দ্রীয় মন্ত্রীর

মালদা, 12 জানুয়ারি: আজ, বৃহস্পতিবার স্বামী বিবেকানন্দের 161তম জন্মজয়ন্তী (Swami Vivekananda Birth Anniversary) ৷ তাই সারা দেশ আজ স্বামীজিকে শ্রদ্ধার্ঘ্য নিবেদন করছে । বাদ নেই মালদা জেলাও । স্বামীজীর মূর্তিতে মাল্যদান করে শ্রদ্ধার্ঘ্য নিবেদন করেছেন কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রকের প্রতিমন্ত্রী কপিল মোরেশ্বর পাতিল ।

কিন্তু তাঁর শ্রদ্ধার্ঘ্য নিবেদন নিয়েই বিতর্ক শুরু হয়েছে মালদায় (Swami Vivekananda Garlanding Controversy) । তিনি জুতো পরে স্বামীজির মূর্তিতে মাল্যদান করেছেন বলে অভিযোগ ৷ এনিয়ে বিজেপিকে কটাক্ষ করেছে রাজ্যের শাসকদল (TMC Slams BJP) ।

জুতো পরেই স্বামীজীকে মাল্যদান: বৃহস্পতিবার সকাল 9টা নাগাদ স্বামীজীকে স্মরণ করতে একটি মিছিল মালদা শহর পরিক্রমা করে । মিছিলে পা মেলান মালদা শহরের সমস্ত স্কুলের পড়ুয়া ও শিক্ষকরা । শহর পরিক্রমা শেষে মিছিল রামকৃষ্ণ মিশনে পৌঁছতেই, সেখানে এসে পৌঁছন কেন্দ্রীয় মন্ত্রী কপিল মোরেশ্বর পাতিল । প্রথমে রামকৃষ্ণ মিশনে ফুল দেওয়ার পর স্বামী বিবেকানন্দের মূর্তিতে মাল্যদান করেন তিনি । জুতো পরেই স্বামীজীকে মাল্যদান করেন তিনি ।

বিজেপিকে তোপ তৃণমূলের:এনিয়ে বিজেপির সমালোচনায় সরব হয়েছে তৃণমূল নেতৃত্ব । জেলা তৃণমূলের মুখপাত্র শুভময় বসু বলেন, "বিবেকানন্দ স্কুলের প্রাক্তন ছাত্র হিসেবে আজকে যে দৃশ্য চোখে পড়ল, তাতে লজ্জায় মাথা হেঁট হয়ে যাচ্ছে । আজ সকালে আমরা পৌরসভা, প্রশাসন ও সমস্ত স্কুলের ছাত্রছাত্রীরা মিলে স্বামীকে স্মরণ করলাম । কোটা শহর পরিক্রমা শেষে বিবেকানন্দের মূর্তির সামনে এসে দেখি, কেন্দ্রীয় গ্রাম উন্নয়ন প্রতিমন্ত্রী জুতো পরে স্বামীজীর মূর্তিতে মাল্যদান করলেন ।’’

তাঁর অভিযোগ, ‘‘আসলে তিনি রাজনৈতিক পর্যটনে বাংলায় এসেছেন। বাংলার সংস্কৃতি সম্বন্ধে তাঁর কোনও ধারণা নেই । একজন বীর সন্ন্যাসীকে যেভাবে তিনি অপমান করলেন তাতে আমাদের মাথা নত হয়ে যাচ্ছে । হিন্দু ধর্মের সংস্কৃতি সম্বন্ধে বিজেপির যে কোনও ধারণা নেই, এই ঘটনা থেকে তা প্রমাণ হয়ে গেল ।" যদিও এই নিয়ে এখনও পর্যন্ত বিজেপির কোনও বক্তব্য পাওয়া যায়নি ৷

আরও পড়ুন:স্বামী বিবেকানন্দের 160তম জন্মবার্ষিকী, টুইট প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, কংগ্রেসের

Last Updated : Jan 12, 2023, 3:09 PM IST

ABOUT THE AUTHOR

...view details