মালদা, ১২ ফেব্রুয়ারি : গালিগালাজের প্রতিবাদ করায় দুই যুবকের মাথা ফাটানোর অভিযোগ উঠল ছ'জনের বিরুদ্ধে। পঙ্কজ দাস(৩২) ও দিলীপ দাস(৩০) নামে জখম দুই যুবক মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসাধীন। ঘটনাটি পুরাতন মালদার মঙ্গলবাড়ি এলাকার।
মদ খেয়ে গালিগালাজ, প্রতিবাদ করে আক্রান্ত ২ - মালদা
গালিগালাজের প্রতিবাদ করায় পঙ্কজ দাস(৩২) ও দিলীপ দাস(৩০) নামে দুই যুবকের মাথা ফাটানোর অভিযোগ উঠল ছ'জনের বিরুদ্ধে।
বিহারের ভাগলপুরের বাসিন্দা পঙ্কজ ও দিলীপ পেশায় শ্রমিক। পুরাতন মালদার মঙ্গলবাড়ি এলাকার একটি ইটভাঁটায় শ্রমিক হিসেবে কাজ করেন তাঁরা। থাকেন সেখানেই। গতরাতে মদ্যপান করে সিকন্দর দাস, রোহিত দাস, জ্যোতিষ দাস সহ ছ'জন গালিগালাজ করতে থাকে। অভিযোগ, সেই সময় প্রতিবাদ করায় ওই দুই যুবককে বাঁশ দিয়ে মারধর করা হয়। তাঁদের জখম অবস্থায় মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে ভরতি করেন স্থানীয় বাসিন্দারা। এই ঘটনায় এখনও থানায় কোনও অভিযোগ দায়ের হয়নি।
দিলীপ দাস বলেন, "আমাদের গালিগালাজ করছিল। আমি বারণ করি। তখন ওরা বলে কী করবি তুই? তারপর বাঁশ দিয়ে মারতে শুরু করে। ওরা ইটভাঁটাতেই কাজ করে।"