মালদা, 30 অক্টোবর: গোপন সূত্রে খবর পেয়ে ডাকাতির ছক বানচাল করল মানিকচক থানার পুলিশ ৷ এই ঘটনায় তিনটি পাইপগান, তাজা কার্তুজ-সহ ঝাড়খণ্ডের দুই যুবককে গ্রেফতার করা হয়েছে (Two youths from Jharkhand arrested with firearms) ৷
জেলা পুলিশের পক্ষ থেকে প্রেস বিবৃতিতে জানানো হয়েছে, শনিবার রাতে পুলিশের কাছে খবর আসে মানিকচকের রামুটোলা এলাকায় আগ্নেয়াস্ত্র নিয়ে ডাকাতিক উদ্দেশ্যে জমায়েত করছে ৷ সেই তথ্যের ভিত্তিতে পুলিশের একটি দল ওই এলাকায় হানা দেয় ৷ তথ্য অনুযায়ী ওই এলাকায় হানা দিয়ে দুই যুবককে গ্রেফতার করে মানিকচক থানার পুলিশ ৷ ধৃতদের নাম ফিটু শেখ (20) ও রোহন শেখ (22) ৷ ধৃতরা ঝাড়খণ্ডের সাহেবগঞ্জের বাসিন্দা ৷ ধৃতদের হেফাজত থেকে উদ্ধার হয় তিনটি পাইপগান ও তিন রাউন্ড তাজা কার্তুজ ৷