মালদা, 23 অক্টোবর: পুজোর আনন্দ নিমেষে বদলে গেল বিষাদে ৷ বাসের ধাক্কায় মৃত্যু হল দুই বাইক আরোহীর ৷ একজন বাইকটি চালাচ্ছিলেন এবং অপরজন বাইকের পিছনে বসেছিলেন ৷ ঠাকুর দেখে বাইকে করে বাড়ি ফেরার পথে দুর্ঘটনার শিকার হন তাঁরা ৷ রবিবার পুরাতন মালদার মুচিয়া মহাদেবপুর এলাকার ঘটনা ৷ ঘটনাকে কেন্দ্র করে পরিবারে শোকের ছায়া নেমে এসেছে ৷মৃতের নাম অভিষেক হালদার (27) ও সুজন হালদার (22)। দু’জনেই হবিবপুর থানার আইহো ছাতিয়ানগাছি এলাকার বাসিন্দা।
পুলিশ সূত্রে খবর, নতুন বাইক কিনে ছিলেন তাঁরা ৷ ওই বাইক নিয়েই এদিন মালদায় মামারবাড়ি এলাকার প্রতিমা দর্শনে গিয়েছিলেন দুই মামাতো ভাই ৷ ঠাকুর দেখে বাড়ি ফেরার পথে মুচিয়া এলাকায় একটি বাস ধাক্কা মারে মোটরবাইকে ৷ গুরুতর আহত অবস্থায় তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা জানান সুজনের ঘটনাস্থলে মৃত্যু হয়েছে ৷ মালদা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় অভিষেকের ৷ মৃতদেহ দুটি ময়নাতদন্তে পাঠানো হয়েছে ৷ রিপোর্ট এলেই মৃত্যুর কারণ জানা যাবে ৷