পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Malda Road Accident: নতুন বাইক চালিয়ে ঠাকুর দেখা শেষে আর বাড়ি ফেরা হল না দুই ভাইয়ের!

নতুন বাইক নিয়ে ঠাকুর দেখতে বেরিয়ে আর বাড়ি ফেরা হল না দুই বাইক আরোহীর ৷ মর্মান্তিক পথ দুর্ঘটনা কেড়ে নিল দুই তাজা প্রাণ ৷ বাসের ধাক্কায় মৃত্যু হয়েছে দু’জনেরই ৷ মৃতরা সম্পর্কে ভাই ৷

Etv Bharat
Etv Bharat

By ETV Bharat Bangla Team

Published : Oct 23, 2023, 12:56 PM IST

Updated : Oct 23, 2023, 3:55 PM IST

বাসের ধাক্কায় মৃত্যু হল দুই বাইক আরোহীর

মালদা, 23 অক্টোবর: পুজোর আনন্দ নিমেষে বদলে গেল বিষাদে ৷ বাসের ধাক্কায় মৃত্যু হল দুই বাইক আরোহীর ৷ একজন বাইকটি চালাচ্ছিলেন এবং অপরজন বাইকের পিছনে বসেছিলেন ৷ ঠাকুর দেখে বাইকে করে বাড়ি ফেরার পথে দুর্ঘটনার শিকার হন তাঁরা ৷ রবিবার পুরাতন মালদার মুচিয়া মহাদেবপুর এলাকার ঘটনা ৷ ঘটনাকে কেন্দ্র করে পরিবারে শোকের ছায়া নেমে এসেছে ৷মৃতের নাম অভিষেক হালদার (27) ও সুজন হালদার (22)। দু’জনেই হবিবপুর থানার আইহো ছাতিয়ানগাছি এলাকার বাসিন্দা।

পুলিশ সূত্রে খবর, নতুন বাইক কিনে ছিলেন তাঁরা ৷ ওই বাইক নিয়েই এদিন মালদায় মামারবাড়ি এলাকার প্রতিমা দর্শনে গিয়েছিলেন দুই মামাতো ভাই ৷ ঠাকুর দেখে বাড়ি ফেরার পথে মুচিয়া এলাকায় একটি বাস ধাক্কা মারে মোটরবাইকে ৷ গুরুতর আহত অবস্থায় তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা জানান সুজনের ঘটনাস্থলে মৃত্যু হয়েছে ৷ মালদা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় অভিষেকের ৷ মৃতদেহ দুটি ময়নাতদন্তে পাঠানো হয়েছে ৷ রিপোর্ট এলেই মৃত্যুর কারণ জানা যাবে ৷

আরও পড়ুন:সমৃদ্ধি হাইওয়েতে ট্রাক ও ট্র্যাভেলার বাসের সংঘর্ষ, মৃত শিশু-সহ 12

অভিষেকের দাদা কালু হালদার বলেন, "গতকালই মামার ছেলে নতুন মোটরবাইক কিনেছিল ৷ মামাতো ভাইয়ের সঙ্গে আমার ভাইও মোটরবাইকে মালদা শহরে ঠাকুর দেখতে এসেছিল ৷ ওরা যে ঠাকুর দেখতে এসেছিল তা আমাদের জানা ছিল না ৷ আমাদের গ্রামের আরও কিছু লোক ঠাকুর দেখতে এসেছিল ৷ ওরা বাড়ি ফিরে আমাদের জানাল, পুরাতন মালদা মুচিয়া মহাদেবপুর স্ট্যান্ডে একটি দুর্ঘটনা ঘটেছে ৷ বাস ও বাইকের মুখোমুখি সংঘর্ষ হয়েছে ৷ ঘটনাস্থলেই আমার মামার ছেলের মৃত্যু হয় ৷ আমার ভাই তখনও বেঁচে ছিল ৷ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ভাইয়ের মৃত্যু হয় ৷ কারো মাথায় হেলমেট ছিল কিনা তা আমাদের জানা নেই ৷ ওরা বেপরোয়া গতিতে বাইক চালাচ্ছিল কি না তাও জানি না ৷"

Last Updated : Oct 23, 2023, 3:55 PM IST

ABOUT THE AUTHOR

...view details