মালদা, 28 অক্টোবর: একজন পঞ্চায়েত প্রধানের স্বামী, অন্যজন ব্লক তৃণমূলের সহ-সভাপতি ৷ দু’জন একই পরিবারের ৷ তাঁদের মধ্যেই পারিবারিক ইটভাটা নিয়ে বিবাদ ৷ আজ, শুক্রবার সেই বিবাদ সংঘর্ষের রূপ নেয় ৷ এনিয়ে দু’পক্ষ পুলিশের দ্বারস্থ হয়েছে ৷ ঘটনাটি ঘটেছে মালদার (Malda) চাঁচল ১ নম্বর ব্লকের চাঁচল গ্রাম পঞ্চায়েতের বীরস্থলি এলাকায় ৷ পঞ্চায়েত নির্বাচনের (Panchayat Elections 2023) আগে এই ঘটনা ঘিরে অস্বস্তিতে শাসকদল ৷ যদিও গোটা বিষয়টিকে পারিবারিক বলে এড়িয়ে গিয়েছেন ব্লক তৃণমূল (Trinamool Congress) সভাপতি ৷
চাঁচলের বীরস্থলিতে 81 নম্বর জাতীয় সড়কের ধারেই রয়েছে বিতর্কিত ইটভাটাটি ৷ সেই ভাটার মালিক ব্লক তৃণমূলের সহ-সভাপতি আফজল হোসেন ৷ তিনি চাঁচল 1 নম্বর ব্লক তৃণমূলের সহ-সভাপতি ৷ কাকার কাছ থেকে লিজ নিয়ে তিনি সেই ভাটা চালাচ্ছেন ৷ তাঁর ভাই আনোয়ার হোসেনই ভাটা দেখাশোনা করেন ৷ আনোয়ারও এলাকার প্রভাবশালী তৃণমূল নেতা ৷
অভিযোগ, আজ সকালে স্থানীয় তৃণমূল নেতা তথা পঞ্চায়েত প্রধানের স্বামী মোক্তার হোসেন দলবল নিয়ে সেই ভাটা দখল করতে যান ৷ ভাটা দখলে বাধা দিতে গেলে মোক্তার ও তাঁর দলবল আফজলকে মারধর করে ৷ আনোয়ারকে হাঁসুয়া দিয়ে কোপানো হয় ৷ ভাটার অফিসে ভাঙচুর চালানো হয় ৷ প্রাণ বাঁচাতে তাঁরা সেখান থেকে পালিয়ে যান ৷ পরে আনোয়ার চাঁচল থানায় মোক্তার হোসেন-সহ আটজনের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেছেন ৷
আফজল হোসেন বলেন, “আজ প্রধানের স্বামী ও পঞ্চায়েতের বিরোধী দলনেতা দলবল নিয়ে আমার ভাটা দখল করার চেষ্টা করে ৷ বাধা দিতে গেলে তারা আমাকে মারধর করে ৷ আমার ভাইয়ের উপর ধারালো অস্ত্র নিয়ে হামলা চালায় ৷ ভাইয়ের সঙ্গে থাকা দু’লাখ টাকা ছিনতাই করে ৷ হুমকি দেয়, ভাটা না ছাড়লে ওরা আমাদের খুন করবে ৷ 2015 সালে আমাদের পারিবারিক তিনটি ভাটা ভাগাভাগি হয়ে যায় ৷ এই ভাটাটি আমরা কাকার কাছ থেকে লিজে নিয়েছি ৷ ওদের কাছে যদি নথিপত্র থাকে, তবে ওরা তা আদালতে পেশ করুক ৷”