মালদা, 22 নভেম্বর: বল ভেবে বোমা বাড়ি নিয়ে এসেছিল দুই খুদে । সেই বোমার সঙ্গে খেলতে গিলে বিস্ফোরণে আহত হল দুই পড়ুয়া (Two students injured in explosion) । প্রাথমিক চিকিৎসার ওই দুই খুদেকে ছেড়ে দেওয়া হয়েছে । ঘটনাটি ঘটেছে মানিকচকের বালুটোলা এলাকায় । খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে মানিকচক থানার পুলিশ ।
বিস্ফোরণে আহত দুই খুদের নাম আশিকুল ইসলাম (9) ও আবদুল মোমিন (5)। তারা ঈশ্বরটোলা প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র (Student) । জানা গিয়েছে, আজ দুপুরে ওই কিশোর ও শিশু বালুটোলা এলাকার একটি মাঠে খেলছিল । সেই সময় তারা বল ভেবে একটি বোমা বাড়ি নিয়ে যায় । বাড়ির পাশে তা নিয়ে খেলতে গিয়ে (playing with bomb) বিস্ফোরণ ঘটে তাতেই আহত হয় দু'জনে (Bomb Explosion) । এদিকে, ঘটনার খবর পেয়ে ওই গ্রামে ছুটে যায় মানিকচক থানার পুলিশ । ওই এলাকায় আরও বোমা মজুত রয়েছে কি না, তা খতিয়ে দেখছে পুলিশ । তবে এ নিয়ে এখনও পুলিশের কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি ।