পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

ইংরেজবাজারে 305 গ্রাম ব্রাউন সুগারসহ গ্রেপ্তার 2 - ইংরেজবাজার থানা

গতকাল মধুঘাট এলাকায় দুই যুবককে সন্দেহ হয় ইংরেজ থানার পুলিশের । তল্লাশি চালিয়ে মেলে 305 গ্রাম ব্রাউন সুগার । গ্রেপ্তার করে পুলিশি হেফাজতের আবেদন চেয়ে আদালতে তোলা হয় তাঁদের ।পাচার

Malda news
মালদার খবর

By

Published : Sep 8, 2020, 10:28 PM IST

মালদা, 8 সেপ্টেম্বর : 305 গ্রাম ব্রাউন সুগার সহ দুই কারবারিকে গ্রেপ্তার করল ইংরেজবাজার থানার পুলিশ । ধৃতদের বাড়ি কালিয়াচকের মোজমপুর এলাকায় । আজ পুলিশি হেপাজতের আবেদনে মালদা জেলা আদালতে পেশ করা হয়েছে তাঁদের ।

গোপন সূত্রে খবর পেয়ে গতকাল রাতে ইংরেজবাজার পুলিশের একটি দল মধুঘাট এলাকায় হানা দেয়। তথ্য অনুযায়ী দুই যুবককে ভোরে সন্দেহজনক অবস্থায় ওই এলাকায় ঘুরতে দেখা যায়। পুলিশকর্মীরা ওই দুই যুবককে আটক করে জিজ্ঞাসাবাদ করেন। সন্তোষজনক উত্তর না মেলায় তল্লাশি চালাতেই ওই দুই যুবকের কাছ থেকে 305 গ্রাম ব্রাউন সুগার উদ্ধার হয়। গ্রেপ্তার করা হয় ওই দুই যুবককে ।

ইংরেজবাজার থানার IC মদনমোহন রায় বলেন, “আসামাজিক কার্যকলাপে যুক্ত থাকা কিছু ব্যক্তির জড়ো হওয়ার খবর আমাদের কাছে এসেছিল। সেই তথ্যের ভিত্তিতে গতকাল রাতে ইংরেজবাজার থানার অফিসার অনিমেষ সমাজপতি ও রাজেশ বিশ্বাস ওই এলাকায় হানা দেয়। সারা রাত গড়িয়ে যাওয়ার পরে ভোরের দিকে পুলিশকর্মীরা তথ্য অনুযায়ী দুই যুবককে আটক করে তল্লাশি চালিয়ে ৩০৫ গ্রাম ব্রাউন সুগার উদ্ধার করা হয়। এই ঘটনায় বাবর শেখ (21) ও রুবেল শেখ (21) ওরফে লিটন নামে দুই যুবককে গ্রেপ্তার করা হয়েছে। ধৃতরা কালিয়াচকের মোজমপুর এলাকার বাসিন্দা। ধৃতদের বিরুদ্ধে নির্দিষ্ট ধারায় মামলা রুজু করে আজ চার দিনের পুলিশি হেপাজতের আবেদনে মালদা জেলা আদালতে পেশ করা হয়েছে। ধৃতরা কোথা থেকে এই ব্রাউন সুগার কোথায় নিয়ে যাচ্ছিল, এই ঘটনায় আরও কেউ জড়িত রয়েছি কি না তা খতিয়ে দেখা হচ্ছে।”

ABOUT THE AUTHOR

...view details