মালদা, 28 অক্টোবর : পুজোয় দিদির বাড়ি বেড়াতে এসে খাঁড়িতে তলিয়ে মৃত্যু হল দুই বোনের ৷ আজ দুপুরে ঘটনাটি ঘটেছে বামনগোলা ব্লকের চাঁদপুর গ্রাম পঞ্চায়েতের ডোবা হাঁসপুকুর গ্রামে ৷ প্রায় এক ঘণ্টা তল্লাশি চালিয়ে খাঁড়ি থেকে দুটি মৃতদেহই উদ্ধার করেন গ্রামের বাসিন্দারা ৷ এই ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে এলাকায় ৷
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মৃত দুই বোনের নাম পারমিতা মণ্ডল ও অঙ্কিতা মণ্ডল ৷ তাঁদের বাড়ি ওই গ্রাম পঞ্চায়েতেরই নন্দিনাদহ গ্রামে ৷ 15 বছরের পারমিতা দশম শ্রেণিতে পড়ত ৷ আট বছরের অঙ্কিতা ছিল তৃতীয় শ্রেণির ছাত্রী ৷ তাঁদের বাবা রুইদাস মণ্ডল পেশায় দিনমজুর ৷ তাঁর চার মেয়ে ৷ বড় দুই মেয়ের বিয়ে দিয়েছেন ৷ মেজ মেয়ে সুস্মিতার শ্বশুরবাড়ি ডোবা হাঁসপুকুর গ্রামে ৷ বছর তিনেক আগেই সুস্মিতার বিয়ে হয়েছে ৷ এবার পুজোয় মেজদির বাড়ি বেড়াতে এসেছিল পারমিতা ও অঙ্কিতা ৷ আজ দুপুরে যখন বাড়ির সবাই ব্যস্ত ছিল, তখন দুই বোন পাশেই হাড়িয়া নদীর খাঁড়িতে স্নান করতে যায় ৷ যতদূর জানা গিয়েছে, খাঁড়িতে নেমেই তলিয়ে যায় অঙ্কিতা ৷ তা দেখে দিদি তাঁকে বাঁচাতে জলে ঝাঁপ দেয় ৷ সে’ও খাঁড়িতে তলিয়ে যায় ৷ এদিকে দীর্ঘক্ষণ বাড়িতে তাদের দেখতে না পেয়ে খোঁজ করতে শুরু করে দিদির বাড়ির লোকজন ৷ তখনই জানা যায়, দুই বোন খাঁড়িতে স্নান করতে গিয়েছিল ৷ এরপর গ্রামের লোকজন জাল হাতে খাঁড়িতে তল্লাশি চালাতে শুরু করে ৷ ঘণ্টাখানেকের চেষ্টায় উদ্ধার হয় দুই বোনের দেহ ৷