মালদা , 8 মে : লকডাউনে রেশন ডিলারদের দুর্নীতি নিয়ে অভিযোগ উঠছে রাজ্যজুড়ে ৷ এবার সেই অভিযোগ উঠল হবিবপুর থানার ঘোষপাড়া এলাকায় ৷ শুধু অভিযোগ নয় , রেশন সামগ্রী পাচারের সময় গ্রামবাসীরা একটি পিক আপ ভ্যান আটক করে ৷ খবর পেয়ে পুলিশ ঘটনাস্থানে গিয়ে ওই ভ্যানের চালক ও খালাসিকে গ্রেপ্তার করে ৷ পাশাপাশি , ওই গাড়ি থেকে 15 বস্ত চাল ও সাত বস্তা আটা উদ্ধার করে হবিবপুর থানার পুলিশ ৷ প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পারে , ওই খাদ্যসামগ্রী রেশনেরই ৷ এই ঘটনায় হবিবপুর থানার পুলিশ অভিযুক্ত রেশন ডিলারের বিরুদ্ধে নির্দিষ্ট ধারায় মামলা রুজু করে তদন্ত শুরু করেছে ৷
এনিয়ে স্থানীয় বাসিন্দা মুনমুন দাস বলেন , “প্রায়দিন ভোরবেলায় গাড়ির আওয়াজ পাই ৷ কিন্তু আমরা এনিয়ে তেমন কিছু ভাবিনি ৷ আজও ভোর চারটে নাগাদ গাড়ির আওয়াজ পাই ৷ সেইসময় আমরা কয়েকজন বাড়ির বাইরে বেরিয়ে আসি ৷ দেখি রেশন ডিলারের বাড়ির সামনে একটি পিক আপ ভ্যান দাঁড়িয়ে রয়েছে ৷ রেশন দোকান থেকে বস্তা সেই গাড়িতে তোলা হচ্ছে ৷ তা দেখে আমরা আরও লোকজন ডাকি ৷ এরপর আমরা গাড়িটি আটকাই ৷ দেখি, গাড়ির নিচের দিকে আটার বস্তা রয়েছে ৷ আর উপরে রয়েছে চালের বস্তা ৷ এসব রেশনের সামগ্রী ৷ আমরা এক কিলো বেশি চাল চেয়ে পাই না ৷ আর এভাবে রেশনের চাল বাইরে পাচার করা হচ্ছে ৷ কোথায় এই চাল নিয়ে যাওয়া হচ্ছিল তা জানি না ৷ তারপর আমরা থানায় ফোন করি ৷ পুলিশ এসে গাড়িটিকে থানায় নিয়ে যায় ৷ চালক আর খালাসিকেও পুলিশ থানায় নিয়ে গিয়েছে ৷ আমরা চাই, রেশন দোকান থেকে আমাদের সঠিক খাদ্যসামগ্রী দেওয়া হোক ৷ আর আমরা কিছুই চাই না ৷”