মালদা, 26 ডিসেম্বর : সাড়ে পাঁচ লাখ টাকার চুরি যাওয়া ব্যাটারি-সহ দুই ব্যক্তিকে গ্রেপ্তার করল ইংরেজবাজার থানার পুলিশ । ধৃতদের পুখুরিয়া থানার পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে । পাশাপাশি এই ঘটনায় আরও কেউ জড়িত রয়েছে কি না তা খতিয়ে দেখছে পুলিশ ।
পুলিশের কাছে খবর আসে দুই ব্যক্তি চোরাই ব্যাটারি নিয়ে মালদা শহরে গাড়ির জন্য অপেক্ষা করছে । সেই সূত্র অনুযায়ী ইংরেজবাজার থানার পুলিশের একটি দল মালদা শহরের রামকৃষ্ণপল্লি সংলগ্ন 34 নম্বর জাতীয় সড়কে হানা দেয় । ঘটনাস্থান থেকে দুই ব্যক্তির কাছ থেকে 24টি চোরাই ব্যাটারি উদ্ধার হয় । গ্রেপ্তার করা হয়েছে ওই দুই ব্যক্তিকে । ধৃতদের নাম সামিম শেখ ও আবদুল্লা শেখ । সামিমের বয়স 18 বছর ও আবদুল্লার 32 । ধৃতরা ইংরেজবাজারের যদুপুর এলাকার বাসিন্দা ।