মালদা, ৮ এপ্রিল: 1 কেজি 73 গ্রাম ব্রাউন সুগার-সহ গ্রেফতার দুই যুবক (Two Arrested With Brown Sugar) ৷ ঘটনাটি ঘটে মালদার কালিয়াচকের বালিয়াডাঙা এলাকায় ৷ ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়ায় ৷
গোপন সূত্রে খবর পেয়ে সিআইডির একটি দল কালিয়াচকের বালিয়াডাঙা এলাকায় হানা দেয়। তথ্য অনুযায়ী দুই যুবককে আটক করে তল্লাশি চালাতেই উদ্ধার হয় 1 কেজি 73 গ্রাম ব্রাউন সুগার। গ্রেফতার করা হয় ওই দুই যুবককে। জানা যায়, ধৃতদের নাম রফিকুল মিঁয়া বয়স 21 ও ফিরদৌস মিঁয়া বয়স 19 । ধৃতরা কালিয়াচকের গোলাপগঞ্জের চরিঅনন্তপুরের বাসিন্দা। ধৃতদের বিরুদ্ধে নির্দিষ্ট ধারায় মামলা রুজু করা হয়েছে।