পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Two Arrested With Brown Sugar : মালদায় ব্রাউন সুগার-সহ গ্রেফতার 2 - Two Arrested With Brown Sugar

মালদার কালিয়াচকের বালিয়াডাঙা এলাকায় 1 কেজি 73 গ্রাম ব্রাউন সুগার-সহ গ্রেফতার দুই যুবক (Two Arrested With Brown Sugar) ৷

Accused People Arrested
ব্রাউন সুগার-সহ গ্রেফতার 2

By

Published : Apr 8, 2022, 6:17 PM IST

মালদা, ৮ এপ্রিল: 1 কেজি 73 গ্রাম ব্রাউন সুগার-সহ গ্রেফতার দুই যুবক (Two Arrested With Brown Sugar) ৷ ঘটনাটি ঘটে মালদার কালিয়াচকের বালিয়াডাঙা এলাকায় ৷ ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়ায় ৷

গোপন সূত্রে খবর পেয়ে সিআইডির একটি দল কালিয়াচকের বালিয়াডাঙা এলাকায় হানা দেয়। তথ্য অনুযায়ী দুই যুবককে আটক করে তল্লাশি চালাতেই উদ্ধার হয় 1 কেজি 73 গ্রাম ব্রাউন সুগার। গ্রেফতার করা হয় ওই দুই যুবককে। জানা যায়, ধৃতদের নাম রফিকুল মিঁয়া বয়স 21 ও ফিরদৌস মিঁয়া বয়স 19 । ধৃতরা কালিয়াচকের গোলাপগঞ্জের চরিঅনন্তপুরের বাসিন্দা। ধৃতদের বিরুদ্ধে নির্দিষ্ট ধারায় মামলা রুজু করা হয়েছে।

আরও পড়ুন :মদ্যপ অবস্থায় গাড়ি চালানো ও পুলিশকে হুমকি দেওয়ায় গ্রেফতার যুগল

ধৃতদের বিরুদ্ধে পুরোনো কোনও মামলা রয়েছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। ধৃতরা উদ্ধার হওয়া ব্রাউন সুগার কোথা থেকে কোথায় নিয়ে যাচ্ছিল, এই ঘটনায় আরও কেউ জড়িত রয়েছে কিনা তা জানতে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে ৷ ধৃতদের শুক্রবার 14 দিনের পুলিশি হেফাজতের আবেদনে মালদা জেলা আদালতে পেশ করা হয়েছে তাদের।

ABOUT THE AUTHOR

...view details