মালদা, 19 অগস্ট: মহানন্দার দূষণ রোধে বড় পদক্ষেপ নিতে চলেছে ইংরেজবাজার ও পুরাতন মালদা পৌরসভা ৷ কেন্দ্রীয় প্রকল্পের আওতায় এবার শহরের বর্জ্য জল পাঠানো হবে ভূগর্ভে ৷ ইংরেজবাজার পৌরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দুনারায়ণ চৌধুরী বলেন, "মালদা শহরের বর্জ্য জল মহানন্দায় ফেলার বদলে আমরা ভূগর্ভে পাঠানোর ব্যবস্থা করছি ৷ এর জন্য কেন্দ্রের জলশক্তি অভিযান প্রকল্পে অর্থ বরাদ্দ হবে ৷ একাধিক পয়েন্ট দিয়ে বর্জ্য জল ভূগর্ভে পাঠানো হবে ৷ এ বছরই আমরা সেই কাজ শুরু করে দিতে পারব বলে আশা করছি ৷"
পুরাতন মালদা পৌরসভার চেয়ারম্যান কার্তিক ঘোষের মুখেও এক কথা ৷ তিনি বলেন, "সম্প্রতি কেন্দ্রীয় জলশক্তি মন্ত্রকের সচিব মনোজ জোশির সঙ্গে আমাদের ভিডিয়ো কনফারেন্স হয়েছে ৷ ওই বৈঠকেই বর্জ্য জল ভূগর্ভে পাঠানো নিয়ে আলোচনা হয়েছে ৷ কেন্দ্রীয় প্রকল্পের বরাদ্দ আসলেই কাজ শুরু করে দেওয়া হবে ৷ তবে মহানন্দা কিংবা নদীর পাড়ে যাতে কেউ আবর্জনা না ফেলে, তা নিয়ে আমরা কঠোর পদক্ষেপ নেব ৷"
দিন কয়েক আগের ঘটনা ৷ পুরাতন মালদায় মহানন্দা নদীতে ভেসে ওঠে হাজার হাজার মাছ ৷ কেন এমন ঘটল, তা নিয়ে প্রশ্ন ওঠে জনমানসে ৷ পরিবেশবিদরা অনুমান করেন, দূষণের কারণে নদীর জলে অক্সিজেনের পরিমাণ কমে গিয়েছে ৷ অথবা জলে কোনও বিষ বর্জ্য মিশেছে ৷ সেকারণেই এভাবে মাছ ভেসে উঠছে ৷ তাঁদের অনুমান কিন্তু আতঙ্কের কারণ হয়ে উঠতে পারে মহানন্দার দু'পাড়ে থাকা দুই শহরের ৷ এই নদী বাঁচাতে এগিয়ে এসেছেন দক্ষিণ দিনাজপুরের প্রখ্যাত পরিবেশবিদ তুহিনশুভ্র মণ্ডল ৷ মহানন্দা বাঁচাতে তিনি রাজ্য ও কেন্দ্রীয় সরকারের কাছে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আবেদনও জানিয়েছেন ৷
আরও পড়ুন:মুখ ফিরিয়েছে প্রশাসন, ভাঙন থেকে বাঁচতে গঙ্গাপুজো দুর্গত মহিলাদের