মালদা, 17 সেপ্টেম্বর : ফের মালদা মেডিক্যাল কলজে হাসপাতালে শিশু মৃত্যু ৷ গতকালের পর আজও হাসপাতালে চিকিৎসাধীন দুজন শিশুর মৃত্যুর ঘটনা সামনে এসেছে । এই নিয়ে মেডিক্যালে মোট পাঁচ জন শিশুর মৃত্যু হল । বৃহস্পতিবার শেষ রাতে ও শুক্রবার সকালে ওই দুই শিশুর মৃত্যু হয়েছে । মৃতদের একজন ঝাড়খণ্ডের বাসিন্দা । আরও একজন মানিকচকের ভূতনি চরের । হাসপাতাল সূত্রে খবর, দুই শিশুই জ্বর ও শ্বাসকষ্টে ভুগছিল । যদিও এনিয়ে এখনও পর্যন্ত মালদা মেডিক্যাল কর্তৃপক্ষের কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি ।
উল্লেখ্য, গতকালই সাংবাদিক সম্মেলন করে মালদা মেডিক্যালের অধ্যক্ষ পার্থপ্রতিম মুখোপাধ্যায় ও শিশু বিভাগের ভারপ্রাপ্ত চিকিৎসক সুষমা সাহু জানিয়েছিলেন, মেডিক্যালের শিশু বিভাগে অজানা জ্বরে আক্রান্ত হয়ে কোনও শিশু ভর্তি নেই । বিভাগে খুব বেশি সংখ্যায় শিশুও ভর্তিও নেই । কোনও শিশু করোনা আক্রান্ত নয় । তবে 13টি শিশু করোনা পরবর্তী এমআইএসসি উপসর্গ (multisystem inflammatory syndrome in children) নিয়ে ভর্তি রয়েছে । তাঁরা আরও দাবি করেন, যেভাবে মেডিক্যালের শিশু বিভাগ নিয়ে প্রচার করা হচ্ছে তা সঠিক নয় । পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে । চিকিৎসাধীন কোনও শিশুর জ্বরই অজানা নয় । প্রত্যেকের পরীক্ষা শেষে সঠিক চিকিৎসা শুরু হয়েছে । তবে কয়েকটি শিশুর অবস্থা খুব ভালো নয় বলে জানান তাঁরা ।