মালদা, 23 সেপ্টেম্বর: বাড়িতে ঢুকে বিজেপি নেত্রীর উপর হামলার (Attack on BJP Female Leader) অভিযোগ উঠল দুই দুষ্কৃতীর বিরুদ্ধে ৷ বৃহস্পতিবার (22 সেপ্টেম্বর, 2022) রাতে ঘটনাটি ঘটে মালদার (Malda) চাঁচল-2 নম্বর ব্লকের মালতিপুরের আলাদিটোলা গ্রামে ৷ স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ঘটনায় আহত হয়েছেন মৌসুমী দাস নামে ওই বিজেপি নেত্রী ৷ তাঁর উপর ধারাল অস্ত্র নিয়ে হামলা চালানো হয় বলে অভিযোগ ৷ ঘটনার পর তাঁকে চাঁচল সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করা হয় ৷ এই হামলার জন্য তৃণমূল কংগ্রেসকে কাঠগড়ায় তুলেছেন মৌসুমীর স্বামী ৷ যদিও বিজেপি-র সাংগঠনিক জেলা সভাপতি এখনই এই ঘটনার সঙ্গে তৃণমূলের যোগ নিয়ে নিশ্চিতভাবে কোনও মন্তব্য করতে রাজি হননি ৷ বদলে তিনি ভরসা রাখছেন পুলিশের তদন্তের উপর !
আহত মৌসুমী দাস বিজেপি-এর মহিলা মোর্চার জেলা সহ-সভানেত্রী ৷ গত বিধানসভা নির্বাচনে তিনি মালতিপুর কেন্দ্রে বিজেপি-এর প্রার্থীও ছিলেন ৷ যদিও তৃণমূল প্রার্থী আবদুর রহিম বক্সির কাছে হেরে যান ৷ তাঁর দাবি, বৃহস্পতিবার রাতে বাড়িতেই আক্রান্ত হন তিনি ৷ তাঁর স্বামী পিন্টু মণ্ডল জানান, "সেই সময় আমার স্ত্রী ঘরে শুয়ে ছিলেন ৷ হঠাৎ মুখে কাপড় বাঁধা দু'টি ছেলে দোতলার সেই ঘরে ঢুকে ওঁকে মারধর শুরু করে ৷ একজন ছুরি নিয়ে ওঁর গলার নীচে আঘাত করে ৷ আমার স্ত্রী ওদের বাধা দেয় ৷ ফলে ধাক্কাধাক্কি শুরু হয় ৷ দেওয়ালে লেগে মাথায় আঘাত পান আমার স্ত্রী ৷ ওঁর চিৎকারে আমরা ছুটে যাই ৷ তখন ছাদ থেকে লাফ মেরে ছেলে দু'টি পালিয়ে যায় ৷ এটা তৃণমূলেরই কাজ ৷ গত বিধানসভা নির্বাচনে আমার স্ত্রী মালতিপুর কেন্দ্রে বিজেপি-এর প্রার্থী ছিলেন ৷ সম্ভবত সেই কারণেই ওঁর উপর হামলা চালানো হয় ৷"