কালিয়াচক (মালদা), 16 মার্চ: মর্মান্তিক পথ দুর্ঘটনায় প্রাণ গেল দুই মাধ্যমিক পরীক্ষার্থীর ৷ বরাতজোরে প্রাণে বেঁচে গিয়েছে একজন ৷ বুধবার ঘটনাটি ঘটেছে কালিয়াচক থানার জালালপুর সংলগ্ন ভিতরকানি এলাকায় ৷ এই পথ দুর্ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ ৷ তবে এর জন্য পুলিশকেও দায়ী করছেন এলাকার বাসিন্দারা (Two Madhyamik Examinee died in a road accident in Kaliachak Malda) ৷ নিহত দুই ছাত্রের নাম নাজিম আখতার (16) ও মোসাব্বার শেখ (17) ৷ আহতের নাম মিজানুর রহমান (16) ৷ তারা প্রত্যেকেই কালিয়াচক 1 নম্বর ব্লকের গয়েশবাড়ি গ্রামপঞ্চায়েতের চাষপাড়া গ্রামের বাসিন্দা ৷ 2023 সালে তিনজনই স্থানীয় সুজাপুর হাই মাদ্রাসা থেকে মাধ্যমিক পরীক্ষা দিয়েছিল ৷
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গতকাল বিকেলে তিন বন্ধু একটি মোটরবাইকে চেপে কালিয়াচকের দিকে যাচ্ছিল ৷ বাইক চালাচ্ছিল মিজানুর ৷ সুজাপুর থেকে 12 নম্বর জাতীয় সড়ক ধরে কিছুটা এগোতেই তারা লক্ষ করে, পিছনে পুলিশের একটি গাড়ি তাদের অনুসরণ করে আসছে ৷ আসলে ওই পুলিশের গাড়িটি একটি মালবাহী লরির পিছনে ধাওয়া করছিল ৷ মিজানুরের আশঙ্কা হয়, পুলিশ তাদেরই তাড়া করছে ৷ সে বাইকের গতি বাড়িয়ে দেয় ৷ জালালপুর স্ট্যান্ড পেরিয়ে ভিতরকানি এলাকায় বাইকের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে মিজানুর ৷ তার বাইকের সঙ্গে একটি টোটোর ধাক্কা লাগে ৷ বাইক দ্রুতগতিতে থাকায় সংঘর্ষের অভিঘাতে তিনজনই ছিটকে পড়ে ৷ মিজানুর জাতীয় সড়কের এক ধারে পড়লেও নাজিম ও মোসাব্বার পাশ দিয়ে যাওয়া একটি মালবোঝাই লরির নীচে পড়ে যায় ৷