পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

মালদায় বজ্রাঘাতে কিশোর সহ মৃত 2 - বজ্রাঘাত

মালদার হরিশচন্দ্রপুরের পিপলা ও সুলতাননগর গ্রামে বজ্রাঘাতে দু’জনের মৃত্যু ৷ মৃতদের মধ্যে একজন 16 বছরের কিশোর রয়েছে ৷ ঘটনায় আরও একজন আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ৷

two-killed-lightning-strikes-in-pipla-and-sultannagar-villages-in-malda
মালদায় বজ্রাঘাতে কিশোর সহ মৃত 2, জখম 1 জন হাসপাতালে চিকিৎসাধীন

By

Published : May 30, 2021, 6:00 PM IST

মালদা, 30 মে: বজ্রাঘাতে মৃত্যু হল এক কিশোর সহ দু’জনের । গুরুতর আহত হয়েছেন আরও এক ব্যক্তি । মালদার হরিশ্চন্দ্রপুরের পিপলা ও সুলতাননগর এলাকায় ঘটনা দু’টি ঘটেছে। রবিবার দুপুরে হরিশ্চন্দ্রপুর এলাকায় বজ্রবিদ্যুৎ সহ ভারীবৃষ্টি শুরু হয় । ঘটনায় নিহতরা হলেন, কৌশিক দাস এবং নুরুল খান ৷

বৃষ্টির সময় পিপলা গ্রামের বাসিন্দা দীপক দাস, বয়স 46 বছর এবং কৌশিক দাস, বয়স 16 বছর, তাঁরা দু’জন আমবাগানে ছিলেন । বৃষ্টির মধ্যেই হওয়া বজ্রাঘাতে গুরুতর আহত হন দু’জনেই । অন্যদিকে, সুলতাননগর গ্রামের বাসিন্দা নুরুল খান, বয়স 45 বছর ৷ সেই সময় তিনি বাড়ি থেকে বাইরে বেরিয়েছিলেন ৷ তখনই বজ্রাঘাতের শিকার হন তিনি । দু’টি ঘটনাতেই স্থানীয় বাসিন্দারা তড়িঘড়ি তাঁদের উদ্ধার করে হরিশ্চন্দ্রপুর গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা কৌশিক দাস এবংনুরুল সাহেবকে মৃত বলে ঘোষণা করেন। গুরুতর আহত অবস্থায় দীপক দাসকে চাঁচল সুপার স্পেশালিটি হাসপাতালে পাঠানো হয়েছে ।

আরও পড়ুন : চন্দ্রকোণায় বিনা মেঘে বজ্রপাত, মৃত যুবক

পিপলা এলাকার এক বাসিন্দা দ্বৈপায়ন বন্দ্য়োপাধ্যায় জানান, দুপুরে বৃষ্টির সময় আমবাগানে বাজ পড়ে । সেই সময় ওই বাগানে কৌশিক দাস ও দীপক দাস নামে দু’জন ছিলেন ৷ বজ্রাঘাতে দু’জনেই গুরুতর আহত হন । তড়ঘড়ি তাঁদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা কৌশিককে মৃত ঘোষণা করেন ৷

ABOUT THE AUTHOR

...view details