মালদা, 2 ডিসেম্বর: মালদার মুচিয়া গ্রাম পঞ্চায়েত সংলগ্ন রাজ্য সড়কে অ্যাম্বুলেন্সের ধাক্কায় মৃত্যু হল দুই ব্যক্তির ৷ আহত হয়েছে আরও পাঁচ জন ৷ প্রতিবাদে রাজ্য সড়ক অবরোধ করেন স্থানীয় বাসিন্দারা ৷ খবর পেয়ে ঘটনাস্থানে পৌঁছে উত্তেজিত জনতাকে শান্ত করে যানচলাচল স্বাভাবিক করে পুলিশ ৷
গতরাতে হবিবপুরের বুলবুলচণ্ডি থেকে একটি অ্যাম্বুলেন্স যাত্রী নিয়ে মালদা শহরের দিকে আসছিল ৷ ওই অ্যাম্বুলেন্সের চালক মদ্যপান করে গাড়ি চালাচ্ছিলেন বলে অভিযোগ ৷ সেই সময় মুচিয়া সংলগ্ন এলাকায় একটি অটোকে ধাক্কা মারে অ্যাম্বুলেন্সটি ৷ দুর্ঘটনাস্থানেই মৃত্যু হয় সাইদুল শেখ ও রুপন সাহা নামে দু'জনের ৷ অভিযোগ, এর আগে ওই অ্যাম্বুলেন্সটি এক সাইকেল আরোহী ও এক পথচারীকেও ধাক্কা মারে ৷ ঘটনার পর থেকেই অ্যাম্বুলেন্স চালক পলাতক ৷ স্থানীয় বাসিন্দারা আহতদের উদ্ধার করে মৌলপুর স্বাস্থ্যকেন্দ্র ও মালদা মেডিকেলে ভরতি করেন ৷ এখনও আশঙ্কাজনক অবস্থায় মালদা মেডিকেলে চিকিৎসাধীন দুই ৷ ঘটনার পর রাজ্য সড়ক অবরোধ করে স্থানীয় বাসিন্দারা ৷ ঘটনাস্থানে পুলিশ এসে উপযুক্ত পদক্ষেপ করার আশ্বাস দিলে অবরোধ উঠে যায় ৷