মালদা, ৩ মার্চ : আবর্জনা স্তূপ থেকে পুরানো প্লাস্টিক কুড়োতে গিয়ে বিস্ফোরণে গুরুতর জখম হল এক কিশোর ও যুবক। ঘটনাটি ঘটেছে মালদার পুখুরিয়া থানার অন্তর্গত কুমারগঞ্জ হাইস্কুল সংলগ্ন এলাকায়। আহতদের মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে ভরতি করা হয়েছে।
কৌটোর ঢাকনা খুলতে গিয়েই ঘটল বিস্ফোরণ
আজ দুপুরে জাহির শেখ, রফিকুল মিঞা ও চাঁদ মিঞা কুমারগঞ্জ হাইস্কুলের পিছনে আবর্জনার স্তূপ থেকে প্লাস্টিক কুড়োতে গিয়েছিল। সেখানে রফিকুল একটি ছোটো কৌটো দেখতে পায়। কৌটোর ভিতর কিছু আছে কিনা দেখতে গেলেই সেটিতে বিস্ফোরণ হয়। বিস্ফোরণে গুরুতর জখম হয় রফিকুল ও জাহির।
আজ দুপুরে জাহির শেখ, রফিকুল মিঞা ও চাঁদ মিঞা কুমারগঞ্জ হাইস্কুলের পিছনে আবর্জনার স্তূপ থেকে প্লাস্টিক কুড়োতে গিয়েছিল। সেখানে রফিকুল একটি ছোটো কৌটো দেখতে পায়। কৌটোর ভিতর কিছু আছে কিনা দেখতে গেলেই সেটিতে বিস্ফোরণ হয়। বিস্ফোরণে গুরুতর জখম হয় রফিকুল ও জাহির। বিস্ফোরণের আওয়াজ পেয়ে ছুটে আসেন স্থানীয় বাসিন্দারা। জখম দু'জনকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয় স্থানীয় স্বাস্থ্যকেন্দ্রে। পরে চিকিৎসকদের পরামর্শে দু'জনকেই মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে স্থানান্তরিত করা হয়। দু'জনের অবস্থাই আশঙ্কাজনক।
স্থানীয় বাসিন্দা সেনাউল হক বলেন,"হাইস্কুলের কাছে আবর্জনা থেকে প্লাস্টিক কুড়োতে গিয়েছিল তিনজন। বিস্ফোরণে রফিকুল ও জাহির গুরুতর জখম হয়।" ঘটনার তদন্ত শুরু করেছে পুখুরিয়া থানার পুলিশ। তবে এখনও পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা হয়নি।