পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Bomb Blast: কালিয়াচকে জ্বালানির কাঠ সংগ্রহে গিয়ে মজুত বোমা বিস্ফোরণ, আহত দুই কিশোর - বোম্ব স্কোয়াড

জ্বালানির কাঠ সংগ্রহ করতে গিয়ে বোমার আঘাতে আহত হল দুই কিশোর ৷ মালদার কালিয়াচক 1নং ব্লকের ঘটনায় চাঞ্চল্য ৷ লিচুবাগানে একটি ড্রামের মধ্যে বোমাগুলি রাখা ছিল বলে জানা গিয়েছে ৷ প্রাথমিক চিকিৎসার পর দুই কিশোর সুস্থ রয়েছে ৷ পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে ৷

two-boy-were-injured-in-a-bomb-blast-in-kaliachk-malda
কালিয়াচকে জ্বালানির কাঠ সংগ্রহে গিয়ে মজুত বোমা বিস্ফোরণে আহত দুই কিশোর

By

Published : Oct 5, 2021, 2:53 PM IST

মালদা, 5 অক্টোবর : জ্বালানির কাঠ সংগ্রহ করতে গিয়ে বোমা বিস্ফোরণে আহত হল দুই কিশোর ৷ আজ সকালে ঘটনাটি ঘটেছে কালিয়াচক 1 নম্বর ব্লকের বাবুরহাট গ্রামে ৷ বিস্ফোরণের খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছান কালিয়াচক থানার আইসি-সহ অন্যান্য পুলিশ আধিকারিকরা ৷ পুলিশ সূত্রে খবর, একটি ড্রামের ভিতর থেকে বেশ কয়েকটি বোমা উদ্ধার করা হয়েছে ৷ বোমাগুলি নিষ্ক্রিয় করতে খবর দেওয়া হয়েছে বম্ব স্কোয়াডকে ৷ উৎসবের মরসুমে এই ঘটনায় আতঙ্কিত স্থানীয়রা ৷

কালিয়াচক 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের অফিসের পিছনে একটি লিচু বাগান রয়েছে ৷ আজ সকালে ওই বাগানে জ্বালানির কাঠ সংগ্রহ করতে গিয়েছিল বাবুরহাট গ্রামের দুই কিশোর ৷ তাদের নাম নুর ইসলাম (12) ও জসিম শেখ (14) ৷ স্থানীয় সূত্রে জানা গিয়েছে, নুর আর জসিম লিচু গাছে উঠে শুকনো ডালপালা ভাঙছিল ৷ সেসব তারা নীচে ফেলছিল ৷ হঠাৎ একটি ভাঙা ডাল বাগানে থাকা একটি ড্রামের উপর পড়ে ৷ তখনই বিস্ফোরণের শব্দে কেঁপে ওঠে গোটা এলাকা ৷ জসিম আহত অবস্থায় দৌড়ে বাড়ি যেতে পারলেও নুর সেখানেই লুটিয়ে পড়ে ৷ পরিবার এবং গ্রামের লোকজন দু’জনকে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয় ৷ যদিও, প্রাথমিক চিকিৎসার পর দুই কিশোরকেই হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়েছে ৷

আরও পড়ুন : Rampurhat rape : বয়ান বদলে ধর্ষণে অভিযুক্ত বেকসুর খালাস, অভিযোগকারিণীর 3 দিনের জেল হেফাজতের নির্দেশ

জসিমের মা আলিয়া বিবি বলেন, ‘‘জ্বালানির কাঠ সংগ্রহ করতে ছেলে লিচু বাগানে গিয়েছিল ৷ কাঠ ভাঙতে ও গাছে উঠেছিল ৷ গাছ থেকে কাঠ ভেঙে মাটিতে পড়তেই বিকট শব্দ হয় ৷ ছেলে আহত অবস্থায় দৌড়ে বাড়িতে ছুটে আসে ৷ সঙ্গে সঙ্গে ওকে হাসপাতালে নিয়ে যাই ৷ প্রাথমিক চিকিৎসার পর ছেলেকে বাড়িতে নিয়ে এসেছি ৷’’ অন্যদিকে, নুরের মা মুরশেদা বিবি বলেন, ‘‘আমার ছেলেও কাঠ ভাঙতে গিয়েছিল ৷ গাছ থেকে কাঠ ভেঙে ড্রামের মধ্যে পড়তেই বিস্ফোরণ হয় ৷ কে বা কারা ওখানে বোমা ভর্তি জার রেখেছিল জানি না ৷ গ্রামের একজন আমাকে জানায়, ছেলের গায়ে বোমার টুকরো লেগেছে ৷ গিয়ে দেখি, ওর হাত জখম হয়েছে ৷ তড়িঘড়ি ওকে হাসপাতাল নিয়ে যাই ৷ জখম অংশে সেলাই করা হয়েছে ৷’’

আরও পড়ুন : Colootola Fire : কলুটোলায় আগুন নিয়ন্ত্রণে এলেও পকেট ফায়ারে চিন্তিত দমকল

ঘটনাস্থলে গিয়ে তদন্ত শুরু করেছে কালিয়াচক থানার পুলিশ ৷ এ প্রসঙ্গে এক পুলিশ আধিকারিক বলেন, ‘‘গ্রাম পঞ্চায়েতের পিছনে থাকা এই লিচু বাগানে লোকজন খুব একটা যাতায়াত করে না ৷ সেই জায়গায় একটি ড্রামে 5-6টি বোমা রাখা ছিল ৷ জ্বালানির কাঠ সংগ্রহ করতে গিয়ে দু‘টো বাচ্চা বল ভেবে তাতে হাত দিতে গেলে বোমায় বিস্ফোরণ হয় ৷ বিস্ফোরণে বাচ্চা দুটো সামান্য আহত হয়েছে ৷ তাদের হাসপাতালে পাঠানো হয় ৷ তাদের নাম নুর ইসলাম ও জসিম শেখ ৷ আমরা জায়গাটিকে কর্ডন করে রেখেছি ৷ বম্ব ডিসপোজাল স্কোয়াডকে খবর দেওয়া হয়েছে ৷ তারা এসে বোমাগুলি নিষ্ক্রিয় করবে ৷ এই ঘটনায় আমরা অপরিচিতদের বিরুদ্ধে একটি সুয়োমোটো অভিযোগ দায়ের করেছি ৷’’

ABOUT THE AUTHOR

...view details