পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Arms Recovered: গদাই চর থেকে ধৃত দুই কারবারী, উদ্ধার তিনটি আগ্নেয়াস্ত্র

পঞ্চায়েত ভোট এগিয়ে আসতেই সক্রিয় ভিনরাজ্যের অস্ত্র কারবারীরা ৷ তিনটি আগ্নেয়াস্ত্র-সহ ধৃত দুই কারবারী (Arms Recovered) ৷

Arms Recovered
Arms Recovered

By

Published : Dec 15, 2022, 10:14 PM IST

মালদা, 15 ডিসেম্বর: এগিয়ে আসছে পঞ্চায়েত নির্বাচন (Panchayat Election) ৷ সক্রিয় হচ্ছে ভিনরাজ্যের অস্ত্র কারবারীরা ৷ ইতিমধ্যেই জেলায় অস্ত্র মজুত হতে শুরু করেছে ৷ তার প্রমাণও মিলেছে ৷ গতকাল রাতে ঝাড়খণ্ড সংলগ্ন গদাই চর থেকে দুই কারবারীকে গ্রেফতার করেছে ভূতনি থানার পুলিশ (Two arrested with arms) ৷ তাদের হেফাজত থেকে বাজেয়াপ্ত করা হয়েছে কার্তুজ-সহ তিনটি আগ্নেয়াস্ত্রও ৷ 10 দিনের পুলিশি হেফাজতের আবেদন জানিয়ে ধৃতদের আজ মালদা জেলা আদালতে তোলা হয়েছে ৷

জানা গিয়েছে, গোপন সূত্রে খবরের ভিত্তিতে ভূতনি থানার এএসআই মনিরুজ্জামান মনির নেতৃত্বে পুলিশবাহিনী গতকাল রাতে ঝাড়খণ্ড সীমান্তের গদাই চরে হানা দেয় ৷ ওই চর থেকে গ্রেফতার করা হয় দুই অস্ত্র কারবারীকে ৷ ধৃতদের নাম রামসুরত চৌধুরি ওরফে রামসুরত সিং (32) এবং রাজিন্দর মাহাতো (35) ৷ রামসুরত বর্তমানে ঝাড়খণ্ডের সাহেবগঞ্জ জেলার তালঝারি থানা এলাকার সাকরিগলি ছোটি ভাগিয়া গ্রামে থাকে ৷ রাজিন্দরের বাড়ি গদাই চরেই ৷ তাদের হেফাজত থেকে তিনটি পাইপগান ও আট রাউন্ড কার্তুজ বাজেয়াপ্ত করা হয় ৷ এই ঘটনায় দু’জনের বিরুদ্ধে মামলা রুজু করা হয়েছে ৷ আজ তাদের জেলা আদালতে পেশ করা হয়েছে ৷

আরও পড়ুন:বাড়িতেই অস্ত্র কারখানা ! ভাঙড়ে উদ্ধার কাঁড়ি কাঁড়ি বোমা, গুলি, বারুদ

পুলিশ সুপার প্রদীপকুমার যাদব বলেন, "গতকাল ভূতনি থানার পুলিশ তিনটি আগ্নেয়াস্ত্র ও কার্তুজ-সহ দুই ব্যক্তিকে গ্রেফতার করেছে ৷ পুলিশি হেফাজতের আবেদন জানিয়ে আজ ধৃতদের আদালতে পেশ করা হচ্ছে ৷ এই চক্রের সঙ্গে আর কারা জড়িত এবং আর কোনও আগ্নেয়াস্ত্র লুকিয়ে রাখা আছে কি না, তা জানার চেষ্টা চলছে ৷"

ABOUT THE AUTHOR

...view details