মালদা, 31 জুলাই : মালদার বামনগোলায় সাপের বিষ পাচার করতে গিয়ে গ্রেপ্তার দুই । ধৃতরা দক্ষিণ দিনাজপুরের বাসিন্দা । তাদের কাছ থেকে 600 গ্রাম সাপের বিষ উদ্ধার করা হয়েছে । আজ সকাল সাড়ে দশটা নাগাদ বামনগোলা পেট্রল পাম্প থেকে তাঁদের গ্রেপ্তার করেছে পুলিশ ।
মালদায় 600 গ্রাম সাপের বিষ-সহ গ্রেপ্তার 2 - মালদায় 600 গ্রাম সাপের বিষ সহ গ্রেপ্তার 2
আজ মালদায় সাপের বিষ পাচারের সময় দু'জনকে গ্রেপ্তার করা হয়েছে । ধৃতরা দক্ষিণ দিনাজপুরের বাসিন্দা । নাম আলম মিয়াঁ ও মসফিক আলম । আগামীকাল তাদের আদালতে তোলা হবে ।
লকডাউনের পর থেকেই জেলায় সক্রিয় হয়ে উঠেছে পাচারচক্র । মাদক পাচার করতে গিয়ে একাধিকবার পুলিশের জালে ধরা পড়ছে পাচারকারীরা । এবার 600 গ্রাম সাপের বিষ সহ দুই পাচারকারীকে গ্রেপ্তার করল বামনগোলা থানার পুলিশ । CID ইউনিটের মালদা শাখার তথ্যের ভিত্তিতে আজ সকাল সাড়ে দশটা নাগাদ বামনগোলা-পাকুয়াহাট রোডের পেট্রল পাম্প এলাকায় একটি ছোটো গাড়ি আটক করে পুলিশ । গাড়ির মধ্যে তল্লাশি চালিয়ে একটি ক্রিস্টালের জারে 600 গ্রাম সাপের বিষ উদ্ধার করা হয় । ঘটনায় কালাম ওরফে আলম মিয়াঁ (32) ও মসফিক আলম (29) নামে দু'জনকে গ্রেপ্তার করা হয় । বামনগোলা থানার পুলিশের তরফে জানানো হয়েছে, এই অভিযানে CID-র প্রতিনিধিরাও যুক্ত ছিলেন । পুলিশ সূ্ত্রে খবর, দক্ষিণ দিনাজপুরে দীর্ঘদিন ধরে এই সাপের বিষের কারবার চলছে । এর আগে শিলিগুড়ি ও মালদায় এই চক্রের সঙ্গে যুক্ত কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে । উদ্ধার হওয়া সাপের বিষের জারের ট্যাগ থেকে জানা গেছে, এই বিষ ফ্রান্সে তৈরি হয়েছে ।
ধৃতদের বিরুদ্ধে (ওয়াইল্ডলাইফ প্রোটেকশন অ্যাক্ট, 1972)- এর 12(d) /49(1)(C) /49 B ধারায় মামলা রুজু করে তদন্ত শুরু করা হয়েছে । জিজ্ঞাসাবাদের জন্য 10 দিনের পুলিশি হেপাজতের আবেদন জানিয়ে ধৃতদের আগামীকাল মালদা জেলা আদালতে তোলা হবে ।