পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

আফিম সহ মালদা থেকে গ্রেপ্তার 2 - মালদা থেকে গ্রেপ্তার 2

আগেই খবর পেয়েছিল পুলিশ । তারপর রবিবার অভিযান চালিয়ে দুই ব্যক্তিকে গ্রেপ্তার করে পুলিশ । নাম আরিফ মণ্ডল ও মিঠু মন্ডল । তাদের কাছ থেকে 1 কেজি 100 গ্রাম আফিম উদ্ধার করা হয় ।

arrested
ধৃত 2

By

Published : Nov 26, 2019, 4:42 AM IST

মালদা, 26 নভেম্বর : আগেই খবর পেয়েছিল পুলিশ । সেইমতো নজরদারি চালাচ্ছিল । তারপর রবিবার অভিযান চালিয়ে দুই ব্যক্তিকে গ্রেপ্তার করে পুলিশ । নাম আরিফ মণ্ডল ও মিঠু মন্ডল । তাদের কাছ থেকে 1 কেজি 100 গ্রাম আফিম উদ্ধার করা হয় । গতকাল তাদের মালদা জেলা আদালতে তোলে কালিয়াচক থানার পুলিশ ।

রবিবার গোপন সূত্রে খবর পেয়ে গোলপাড়ার চরিঅনন্তপুরে অভিযান চালায় গোলাপগঞ্জ ফাঁড়ির পুলিশ । তথ্য অনুযায়ী দুই ব্যক্তিকে পুলিশ জিজ্ঞাসাবাদ করে । উত্তরে অসঙ্গতি থাকায় তাদের তল্লাশি চালানো হয় । তাতেই তাদের কাছ থেকে 1 কেজি 100 গ্রাম আফিম উদ্ধার হয় । গ্রেপ্তার করা হয় তাদের ।

ধৃতদের কাছ থেকে উদ্ধার হওয়া আফিম

মালদা জেলার পুলিশ সুপার অলোক রাজোরিয়া জানান, ধৃত দুই ব্যক্তি চরিঅনন্তপুরের বাসিন্দা । তদন্ত শুরু করা হয়েছে । এই ঘটনায় আরও কেউ জড়িত কি না তা জানতে ধৃতদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে ।

ABOUT THE AUTHOR

...view details