মালদা, 25 নভেম্বর: বোমা তৈরির সামগ্রী সহ দু’জনকে গ্রেপ্তার করল বৈষ্ণবনগর থানার পুলিশ । মঙ্গলবার রাতে মালদার বৈষ্ণবনগরের তেলিবাজারে হানা দিয়ে ওই দু’জনকে হাতেনাতে ধরা হয় ৷ একটি মোটর বাইককে আটক করে তল্লাশি চালাতেই বোমা তৈরির সামগ্রীগুলি উদ্ধার হয় ৷
বৈষ্ণবনগরে বিপুল পরিমাণ বোমা তৈরির সামগ্রী সহ ধৃত 2 - বৈষ্ণবনগর
ধৃতদের কাছ থেকে প্রায় আড়াই কিলো বোমা তৈরির সামগ্রী উদ্ধার হয়েছে ৷ দু’জনকে গ্রেপ্তার করে জেরা করছে পুলিশ ৷
বিপুল পরিমাণ বোমা তৈরির সামগ্রী সহ গ্রেপ্তার 2
ধৃতদের কাছ থেকে প্রায় আড়াই কিলো বোমা তৈরির সামগ্রী উদ্ধার হয়েছে ৷ দু’জনকে গ্রেপ্তার করে জেরা করছে পুলিশ ৷ কোথা থেকে এই সামগ্রীগুলি তারা পেয়েছে এবং কী কারণে এই বোমা তৈরি করা হচ্ছিল তা জানার চেষ্টা করা হচ্ছে ৷
ধৃত দু'জনের মধ্যে একজন হল রাজেশ মণ্ডল ওরফে রাজু ৷ আর একজন হল নিতন মণ্ডল ওরফে লিটন । ধৃতরা বৈষ্ণবনগরের বাসিন্দা ৷ তাদের বিরুদ্ধে মামলা দায়ের করে পুলিশ তদন্ত শুরু করেছে ৷ এই ঘটনায় আর কেউ জড়িত আছে কি না তা জানার চেষ্টা করছে পুলিশ ৷