পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Recruitment Scam: ভুয়ো নিয়োগপত্র নিয়ে মেডিক্যালে যোগদানের চেষ্টা, গ্রেফতার 1 - Malda Medical

নিয়োগ দুর্নীতিতে তোলপাড় রাজ্য রাজনীতি (Recruitment Scam)। এরই মধ্যে ফের অভিযোগ উঠেছে, ভুয়ো নিয়োগপত্র নিয়ে মালদা মেডিক্যালে যোগ (join Malda Medical with fake appointment letter) দিতে হাজির হয়েছিলেন দুই চাকরিপ্রার্থী। সন্দেহ হওয়ায় পুলিশে খবর দেয় মেডিক্যাল কর্তৃপক্ষ।

Recruitment Scam
ভুয়ো নিয়োগপত্র নিয়ে মেডিকেলে যোগদানের চেষ্টা

By

Published : Mar 28, 2023, 11:02 PM IST

ভুয়ো নিয়োগপত্র নিয়ে মেডিকেলে যোগদানের চেষ্টা

মালদা, 28 মার্চ: নিয়োগ দুর্নীতিতে তোলপাড় রাজ্য রাজনীতি (Recruitment Scam)। এরই মধ্যে ফের অভিযোগ উঠেছে, ভুয়ো নিয়োগপত্র নিয়ে মালদা মেডিক্যালে যোগ (join Malda Medical with fake appointment letter) দিতে হাজির হয়েছিলেন দুই চাকরিপ্রার্থী। সন্দেহ হওয়ায় পুলিশে খবর দেয় হাসপাতাল কর্তৃপক্ষ। অভিযোগের ভিত্তিতে একজনকে গ্রেফতার করেছে ইংরেজবাজার থানার পুলিশ। ধৃতকে মঙ্গলবার মালদা জেলা আদালতে পেশ করা হলে পাঁচদিনের পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত।

মেডিক্যাল সূত্রে জানা গিয়েছে, গতকাল তিনজন মালদা মেডিক্যাল (Malda Medical) হাসপাতালে আসেন। তাদের মধ্যে দু'জন মোবাইলে গ্রুপ-সি পদে নিয়োগ পত্র কর্তৃপক্ষকে দেখান। মোবাইলে নিয়োগপত্র দেখানোর চেষ্টায় সন্দেহ হয়। এরপরেই তাদের আটকে খবর দেওয়া হয় ইংরেজবাজার থানায়। খবর পেয়ে তিনজনকে আটক করে থানায় নিয়ে যায় পুলিশ। পরে এই বিষয়ে থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদের পর জানা গিয়েছে, গ্রুপ সি পদে চাকরি পাইয়ে দেওয়ার দাবি করে 70 হাজার টাকা নিয়েছিলেন দুই চাকরিপ্রার্থীর সঙ্গে আসা অপর ব্যক্তিটি ৷ চাকরিতে যোগদানের পর বাকি টাকা দেওয়ার কথা ছিল দুই চাকরিপ্রার্থীর। এরপরেই ওই তৃতীয় ব্যক্তিকে গ্রেফতার করে পুলিশ। ধৃত ব্যক্তির নাম প্রকাশ সাহা (37)। বাড়ি হবিবপুরের বুলবুলচণ্ডীর ডাঙাপাড়া এলাকায়। বাকি দুই চাকরিপ্রার্থীকে জেরার পর তাঁদের ছেড়ে দেওয়া হয় ৷

আরও পড়ুন: চাকরি দেওয়ার নামে টাকা তোলার অভিযোগ শিক্ষকের বিরুদ্ধে, সিবিআই চেয়ে মামলা হাইকোর্টে

উল্লেখ্য, গত বৃহস্পতিবার মালদা মেডিক্যালের অস্থায়ী সাফাইকর্মী পদে চাকরি পাইয়ে দেওয়ার নামে 35 হাজার টাকা করে নেওয়ার অভিযোগ উঠেছিল। যদিও সেই ঘটনায় পুলিশে অভিযোগ দায়ের হয়নি। সেই ঘটনার পর মঙ্গলবার ফের টাকার বিনিময়ে চাকরি পাইয়ে দেওয়ার অভিযোগে নড়চড়ে বসেছে কর্তৃপক্ষ।

মালদা মেডিক্যাল কলেজ ও হাসপাতালের ভাইস প্রিন্সিপাল ও মেডিকেল সুপার পূরঞ্জয় সাহা জানান, "দু'জন ভুয়ো নিয়োগপত্র নিয়ে গ্রুপ সি পদে যোগ দিতে এসেছিলেন। সন্দেহ হওয়ায় আমরা পুলিশে খবর দিই। খবর পেয়ে পুলিশ তাদের নিয়ে যায়। এ নিয়ে আমরা পুলিশে লিখিত অভিযোগ দায়ের করেছি। মাঝেমধ্যেই ভুয়ো নিয়োগপত্র নিয়ে মেডিক্যালে যোগদানের চেষ্টা হয়। আমরা প্রতিটি ক্ষেত্রে পুলিশে অভিযোগ দায়ের করেছি। এই ঘটনার পিছনে কোনও চক্র কাজ করছে কি না, তা দেখার দায়িত্ব পুলিশ প্রশাসনের।"

ABOUT THE AUTHOR

...view details