মালদা, 14 অগস্ট: শেষরক্ষা হল না ৷ অনেক চেষ্টা করেও পুরাতন মালদা পঞ্চায়েত সমিতির বোর্ড গঠনে ভাগ্যের কাছে হেরে গেল তৃণমূল ৷ টসে জিতে এই পঞ্চায়েত সমিতির সভাপতি ও সহকারী সভাপতির চেয়ার দখল করেছে বিজেপি ৷ বোর্ড গঠনকে কেন্দ্র করে সোমবার সকাল থেকেই চাঞ্চল্য ছিল পঞ্চায়েত সমিতি চত্বরে ৷ পুলিশি নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছিল পঞ্চায়েত সমিতি চত্বর ৷ সেখানে উপস্থিত ছিলেন উত্তর মালদার সাংসদ খগেন মুর্মু, পুরাতন মালদার বিধায়ক গোপালচন্দ্র সাহা, বিজেপি-র উত্তর মালদা সাংগঠনিক জেলার সভাপতি উজ্জ্বল দত্ত-সহ আরও অনেকে ৷
এবারের নির্বাচনে 18টি আসনের পুরাতন মালদা পঞ্চায়েত সমিতিতে বিজেপি আটটি, তৃণমূল সাতটি, কংগ্রেস দুটি ও সিপিআইএম একটি আসন পায় ৷ নির্বাচন পরবর্তী সময়ে বিজেপির একজন সদস্য শাসকদলের শিবিরে চলে যান ৷ সিপিআইএমের একমাত্র সদস্যও ঘাসফুলের শিবিরে নাম লেখান ৷ এদিকে কংগ্রেসের দু'জন সদস্য পদ্ম শিবিরকে সমর্থন করার কথা জানিয়ে দেন ৷ ফলে যুযুধান দুই শিবিরেরই সমর্থক সদস্য ন'জন করে দাঁড়ায় ৷ এ দিন পঞ্চায়েত সমিতির বোর্ড গঠনের আগের মুহূর্ত পর্যন্ত এই সংখ্যাতত্ত্বের কোনও বদল ঘটেনি ৷
এ দিন নির্দিষ্ট সময়েই দুই শিবিরের সদস্য এবং সমর্থক সদস্যরা পঞ্চায়েত সমিতির দফতরে প্রবেশ করেন ৷ ভোটাভুটিতে দু'পক্ষের সদস্য সমান হয়ে যাওয়ায় টসের মাধ্যমে সভাপতি ও সহকারী সভাপতি নির্বাচন অবশ্যম্ভাবী হয়ে পড়ে ৷ শেষ পর্যন্ত বাইরে থেকে একটি শিশুকে দিয়ে টস করানো হয় ৷ টসে জিতে পঞ্চায়েত সমিতির সভাপতি হন বিজেপির রুম্পা রাজবংশী ৷ সহকারি সভাপতি নির্বাচনের টসেও জয়লাভ করে বিজেপি ৷ ওই আসনে নির্বাচিত হন বিশ্বনাথ মার্ডি ৷
আরও পড়ুন:পঞ্চায়েত বোর্ড তৃণমূলের, চাবি থাকল কংগ্রেসের হাতে; অবাক ছবি ইংরেজবাজারে