ভিডিয়ো ভাইরাল সোশাল মিডিয়ায় মালদা, 12 জুন: তৃণমূল কাউন্সিলরের ভাইয়ের দাদাগিরি ! দোকানে ঢুকে ব্যবসায়ীরকে মারধর ও হুমকির অভিযোগ উঠেছে ৷ সেই ভিডিয়ো ভাইরাল সোশাল মিডিয়ায় । যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি ইটিভি ভারত । আর ওই ঘটনার প্রতিবাদ করায় দলবল নিয়ে চড়াও হলেন স্থানীয় বাসিন্দাদের উপরও ৷ অপর এক তৃণমূল কাউন্সিলরের স্বামীকেও মারধরের অভিযোগ উঠেছে ওই অভিযুক্তের বিরুদ্ধে । এই ঘটনায় ইতিমধ্যে স্থানীয় এক ব্যক্তি পুলিশে অভিযোগ দায়ের করেছেন । স্বামীর আক্রান্ত হওয়ার ঘটনা নিয়ে পুলিশের দ্বারস্থ হতে চলেছেন খোদ কাউন্সিলরও । ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে মালদা শহরে ।
ইংরেজবাজার পৌরসভার ঝলঝলিয়া বাজার এলাকায় একটি শনি মন্দির রয়েছে । পাশেই স্থানীয় মহিলারা দুর্গা পুজো করেন । স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, শনি মন্দিরে পুজো করার নামে সেখানে মদ-জুয়ার আসর বসে । এ নিয়ে স্থানীয় বাসিন্দারা প্রতিবাদ করেন । সেই সময় থেকে পুজো নিয়ে বিবাদ চলছে । রবিবার রাতে 26 নম্বর ওয়ার্ড কাউন্সিলর গৌতম দাসের ভাই উত্তম দাস কয়েকজনকে নিয়ে স্থানীয় এক ব্যবসায়ী রতন দাসের দোকানে যান ।
অভিযোগ, সেই সময় তাঁকে মারধর করা হয় । সিসি ক্যামেরার সেই ছবিও ধরা পড়েছে (সিসি ক্যামেরার ফুটেজ যাচাই করেনি ইটিভি ভারত) । আজ দুপুরে রতন স্থানীয় লোকজনদের বিষয়টি জানান ৷ তারা একত্রিত হয়ে ঘটনার প্রতিবাদ করেন । খবর দেওয়া হয় স্থানীয় কাউন্সিলর পূজা দাসের স্বামী জয়ন্তকুমার বোসকেও । তিনি স্থানীয় মানুষদের সঙ্গে কথা বলতে এলে তাঁকেও মারধর করা হয় বলে অভিযোগ । বর্তমানে তিনি মালদা মেডিক্যালে চিকিৎসাধীন ।
আক্রান্ত ব্যবসায়ী রতন দাস বলেন, "গতকাল রাত একটা নাগাদ আমি দোকান বন্ধ করছিলাম । সেই সময় 26 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর গৌতম দাসের ভাই উত্তম দলবল নিয়ে দোকানে আসে । ওরা আমাকে অশ্লীল ভাষায় গালিগালাজ করতে থাকে । প্রতিবাদ করায় ওরা আমাকে মারধর করে । এ নিয়ে আমি পুলিশে অভিযোগ জানিয়েছি । আজ দুপুরে আমাদের দোকানের সামনে কিছু ছেলে জড়ো হওয়ার খবর শুনতে পাই । সেই সময় আমি স্থানীয় কাউন্সিলরের স্বামীকে ফোন করি । উনি ঘটনাস্থলে এলে ওনাকেও মারধর করা হয় । উনি বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন ।"
স্থানীয় কাউন্সিলর পূজা দাসের কথায়, গতকাল রাতে স্থানীয় বাসিন্দা তথা এলাকারই ব্যবসায়ী রতন দাসের দোকানে পার্শ্ববর্তী ওয়ার্ড কাউন্সিলরের ভাই উত্তম দাস-সহ কয়েকজন গিয়েছিল । রাতেই রতন দাসকে গালিগালাজ করে মারধর করা হয় । এমনকী ওই এলাকায় ব্যবসা বন্ধ করার হুমকিও দেওয়া হয় । আজ সকালে রতন পাড়ার সকলকে বিষয়টি জানান । পাড়ার লোকজন একত্রিত হয়ে স্থানীয় বারের পুজো বন্ধ রাখার সিদ্ধান্ত নেন এবং সেখানে তালা মেরে দেন । এরপরেই উত্তম দাস গয়েশপুর এলাকার 40-45 জনকে নিয়ে স্থানীয় বাসিন্দাদের ওপর চড়াও হয় । খবর পেয়ে তাঁর স্বামী এলাকার লোকজনের সঙ্গে কথা বলতে এসেছিলেন । সেই সময় তাঁর স্বামীকেও মারধর করা হয় । বর্তমানে তিনি হাসপাতালে চিকিৎসাধীন । বিষয়টি নিয়ে ইংরেজবাজার থানায় অভিযোগ জানাবেন ।
আরও পড়ুন:শিল্প স্থাপনে বাধা ! কাঠগড়ায় তৃণমূল কাউন্সিলর ও তাঁর বাবা !
26 নম্বর ওয়ার্ড কাউন্সিলর গৌতম দাস ফোনে জানান, "বিষয়টি সঠিকভাবে আমার জানা নেই । যতদূর শুনতে পেয়েছি, ওই ওয়ার্ডের কাউন্সিলের স্বামী স্থানীয় একটি শনি মন্দিরের পুজো বন্ধ করে দিয়েছিল । স্থানীয় লোকজনই নাকি তাদের বাধা দিয়েছে ।"