পশ্চিমবঙ্গ

west bengal

By

Published : Sep 17, 2020, 7:25 PM IST

ETV Bharat / state

৩৪ নম্বর জাতীয় সড়ক সারাইয়ের দাবিতে টোল প্লাজা অবরোধ করে অবস্থান বিক্ষোভ তৃণমূলের

বেহাল দশা 34 নম্বর জাতীয় সড়কের । রাস্তা সারাইয়ের দাবিতে আন্দোলনে নামে তৃণমূল কংগ্রেস ।

রাস্তা
রাস্তা

মালদা, 17 সেপ্টেম্বর : 34 নম্বর জাতীয় সড়কের বেহাল পরিস্থিতি নিয়ে আন্দোলনে নামল তৃণমূল কংগ্রেস ৷ আজ জেলা তৃণমূলের কো-অর্ডিনেটর অম্লান ভাদুরির নেতৃত্বে বৈষ্ণবনগরে জাতীয় সড়কের টোল প্লাজা বন্ধ করে দেওয়া হয় ৷ দুপুর থেকে বিকেল পর্যন্ত সেখানে কোনও গাড়ি থেকে টোল ট্যাক্স আদায় করতে দেওয়া হয়নি ৷ টোল প্লাজা অবরোধ করেন রাখেন শাসকদলের নেতা-কর্মীরা ৷ অবশেষে জাতীয় সড়ক কর্তৃপক্ষের সহকারি জেনারেল ম্যানেজার দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলে অবস্থান বিক্ষোভ প্রত্যাহার করে নেওয়া হয় ৷

বাস্তবিকই চলতি বর্ষায় 34 নম্বর জাতীয় সড়ক কার্যত মরণফাঁদে পরিণত হয়েছে ৷ জেলায় ওই সড়ক 72 কিলোমিটার বিস্তৃত ৷ এর প্রায় পুরো এলাকাজুড়েই এখন খানাখন্দ ৷ আরও বড় সমস্যা, প্রায় 10 বছর আগে এই সড়ক সম্প্রসারণের কাজ শুরু হলেও এখনও অনেক জায়গাতেই সেই কাজ শেষ হয়নি ৷ কালিয়াচক থানার প্রায় 12 কিলোমিটার এবং পুরাতন মালদার প্রায় 3 কিলোমিটার এলাকায় এখনও কাজে হাত পড়েনি ৷ বেহাল সড়কে প্রায় প্রতিদিনই বাড়ছে যানজট ৷ বাড়ছে দুর্ঘটনাও ৷ এসবেরই প্রতিবাদে আজ তৃণমূল কর্মী-সমর্থকরা বৈষ্ণবনগরের টোল প্লাজা অবরোধ করে অবস্থান বিক্ষোভে সামিল হন ৷ অম্লানবাবু জানান, "বেহাল অবস্থার জন্য দিনের পর দিন জাতীয় সড়কে দুর্ঘটনা ঘটছে ৷ অনেক জায়গায় এখনও সম্প্রসারণের কাজে হাত দেওয়া হয়নি ৷ এসব নিয়ে অনেকবার জাতীয় সড়ক কর্তৃপক্ষকে আমরা ডেপুটেশন দিয়েছি ৷ আশ্বাস ছাড়া কিছু মেলেনি ৷ তাদের শুধু টোল আদায়ের দিকে নজর ৷ অথচ, আগে বলা হয়েছিল, জাতীয় সড়কের কাজ শেষ না হলে টোল আদায় করা হবে না ৷ এসব আর চলতে দেওয়া যায় না ৷ তাই আজ আমরা টোল প্লাজা বন্ধ করে দিয়েছি ৷ আমাদের একটাই কথা, যতদিন না রাস্তার হাল ফেরানো হচ্ছে, ততদিন কোনও গাড়ি থেকে টোল আদায় করা যাবে না ৷"

অবশেষে বিকেলে অবরোধস্থানে উপস্থিত হন জাতীয় সড়ক কর্তৃপক্ষের সহকারি জেনারেল ম্যানেজার ওমনাথ বিহারি ৷ তিনি আশ্বাস দেন, অক্টোবরের প্রথম সপ্তাহ থেকেই জাতীয় সড়ক সম্প্রসারণের কাজে ফের হাত দেওয়া হবে ৷ আর সড়কে তৈরি হওয়া খানাখন্দগুলি আগামীকাল থেকে ভরাট করা শুরু হবে ৷ এরপরেই অবরোধ তুলে নেয় তৃণমূল নেতৃত্ব ৷

For All Latest Updates

TAGGED:

ABOUT THE AUTHOR

...view details