মালদা, 10 নভেম্বর: এক কেজি ব্রাউন সুগার-সহ এক কারবারীকে গ্রেফতার করল ইংরেজবাজার থানার পুলিশ। ধৃত ব্যক্তিকে শুক্রবার মালদা জেলা আদালতে পেশ করা হবে। একই সঙ্গে, তাকে সাতদিনের জন্য নিজেদের হেফাজতে নেওয়ার আবেদনও জালাতে পারে পুলিশ ।
গোপন সূত্রে খবর পেয়ে বৃহস্পতিবার রাতে ইংরেজবাজার থানার পুলিশের একটি দল রথবাড়ি এলাকায় ওত পেতে ছিল । তথ্য অনুযায়ী 12 নম্বর জাতীয় সড়কের ধারে সন্দেহজনকভাবে এক ব্যক্তিকে ঘোরাঘুরি করতে দেখে আটক করে পুলিশ। জিজ্ঞাসাবাদে সন্তোষজনক উত্তর না মেলায় তল্লাশি চালাতেই উদ্ধার হয় এক কেজি আট গ্রাম ব্রাউন সুগার। এরপরই গ্রেফতার করা হয় ওই ব্যক্তিকে। ধৃত ব্যক্তির নাম মুকতার শেখ ওরফে রিঙ্কু (34)। বাড়ি কালিয়াচক থানার অন্তর্গত বালিয়াডাঙা এনসারিপাড়া এলাকায়। ধৃত ব্যক্তির বিরুদ্ধে ভারতীয় মাদক আইনের 21(সি), 27(এ), 29 ধারায় মামলা রুজু করে ঘটনার তদন্ত শুরু করেছে ইংরেজবাজার থানার পুলিশ।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে পুলিশ জানতে পেরেছে ধৃত ব্যক্তি উদ্ধার হওয়া ব্রাউন সুগার কালিয়াচকের শ্রীরামপুরের এক ব্যক্তির থেকে নিয়েছিল। শিলিগুড়িতে এক ব্যক্তির হাতে উদ্ধার হওয়া ব্রাউন সুগার পৌঁছে দেওয়ার কাজ ছিল ওই ধৃত ব্যক্তির। ধৃত ব্যক্তির সঙ্গে এই চক্রের আরও কারবারীর যোগ রয়েছে বলেও জানতে পেরেছেন তদন্তকারী আধিকারিকরা। পাশাপাশি আরও জিজ্ঞাসাবাদের জন্য ধৃতকে এদিন সাতদিনের জন্য নিজেদের হেফাজতে চেয়ে আবেদন জানাবে পুলিশ । এদিনই মালদা জেলা আদালতে পেশ করা হবে ধৃতকে।