পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

লকডাউনে জমায়েত সরাতে গিয়ে মালদায় আক্রান্ত পুলিশ - লকডাউন

কোরোনা সংক্রমণ রুখতে দেশজুড়ে চলছে লকডাউন । লকডাউনের বারবার জমায়েত করতে বারণ করা হচ্ছে ৷ কিন্তু কেউই তা শুনছে না ৷ আজ বিকেলে চাঁচলের নওগাছিয়া এলাকায় রাস্তার ধারে জমায়েত করে আড্ডা দিচ্ছিল গ্রামের কিছু যুবক । সেই দৃশ্য চোখে পড়তেই ভিড় সরাতে তৎপর হয় পুলিশ । এরপরই পুলিশের উপর তারা হামলা চালায় বলে অভিযোগ ৷

Malda
মালদা

By

Published : Apr 21, 2020, 11:26 PM IST

মালদা , 21 এপ্রিল : লকডাউনের মধ্যেই জমায়েত করে আড্ডা দিচ্ছিল কয়েকজন ৷ সেই জমায়েত সরাতে গিয়ে আক্রান্ত হলেন পুলিশ । চাঁচলের নওগাছিয়া এলাকার ঘটনা । এই ঘটনায় এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ । বাকিদের খোঁজে পুলিশ তল্লাশি শুরু করেছে ।

কোরোনা সংক্রমণ রুখতে দেশজুড়ে চলছে লকডাউন । লকডাউনের বারবার জমায়েত করতে বারণ করা হচ্ছে ৷ কিন্তু কেউই তা শুনছে না ৷ আজ বিকেলে চাঁচলের নওগাছিয়া এলাকায় রাস্তার ধারে জমায়েত করে আড্ডা দিচ্ছিল গ্রামের কিছু যুবক । সেই দৃশ্য চোখে পড়তেই ভিড় সরাতে তৎপর হয় পুলিশ । অভিযোগ, ওই যুবকেরা প্রথমে পিছু হটলেও পরে পুলিশের ওপর হামলা চালায় । চাঁচল থানার IC সহ দুই পুলিশ আধিকারিকের লাঠি কেড়ে নেয় । এক সিভিক ভলান্টিয়ারকে হুমকি দেয় । সেই ঘটনা ফোনে রেকর্ড করতে গেলে পুলিশের মোবাইল কেড়ে নেওয়ার চেষ্টা করা হয় । মোবাইল কেড়ে নিয়ে পুলিশের সঙ্গে তারা ধস্তাধস্তি শুরু করে বলেও অভিযোগ । পরে বিশাল সংখ্যক পুলিশ ঘটনাস্থানে পৌঁছালে ওই যুবকেরা পালিয়ে যায় । যদিও তাদের মধ্যে এক যুবককে ধরতে সক্ষম হন পুলিশকর্মীরা ।

চাঁচল থানার পুলিশ জানিয়েছে , আজ বিকেলে নওগাছিয়া এলাকায় স্থানীয় কিছু যুবক নেশাগ্রস্ত অবস্থায় আড্ডা মারছিল । ভিড় সরাতে গেলে পুলিশের সঙ্গে ধস্তাধস্তি শুরু করে ওই যুবকেরা । নিগ্রহ করা হয় পুলিশকর্মী ও সিভিক ভলান্টিয়ারদের । এই ঘটনায় এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে । বাকিদের খোঁজে পুলিশ তল্লাশি শুরু করেছে ।

ABOUT THE AUTHOR

...view details