পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

চাঁচল কলেজে তৃণমূল ছাত্র পরিষদ ও ছাত্র পরিষদের সংঘর্ষ - TMCP and Chhatra Parishad clash

সোমবার চাঁচল কলেজে রেজিস্ট্রেশনের কাজ চলাকালীন ছাত্র পরিষদ ও তৃণমূল ছাত্র পরিষদের কর্মীদের মধ্যে বচসা ও সংঘর্ষ বাধে ৷ সংঘর্ষে আহত দুপক্ষের বেশ কয়েকজন ।

চাঁচল কলেজ
চাঁচল কলেজ

By

Published : Feb 23, 2021, 7:52 AM IST

মালদা, 23 ফেব্রুয়ারি: বহিরাগতদের কলেজে প্রবেশ নিয়ে তৃণমূল ছাত্র পরিষদ ও ছাত্র পরিষদের সংঘর্ষে আহত দু'পক্ষের কয়েকজন ৷ আহতদের মধ্যে একজন বর্তমানে চাঁচল সুপার স্পেশালিটি হাসপাতালে চিকিৎসাধীন৷

সোমবার চাঁচল কলেজে রেজিস্ট্রেশনের কাজ চলছিল ৷ সেই সময় ছাত্র পরিষদ ও তৃণমূল ছাত্র পরিষদের কর্মীদের মধ্যে বচসা বাঁধে৷ নিমেষে সেই বচসা সংঘর্ষে পরিণত হয়৷ লাঠি নিয়ে চলতে থাকে মারধর৷ খবর পেয়ে ঘটনাস্থানে পৌঁছায় চাঁচল থানার পুলিশ । পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে । এই ঘটনায় দু'পক্ষের কয়েকজন কর্মী আহত হয়েছেন ৷ প্রাথমিক চিকিৎসার পর কয়েকজনকে ছেড়ে দেওয়া হয়েছে । তবে ছাত্র পরিষদের এক কর্মী চাঁচল সুপার স্পেশালিটি হাসপাতালে এখনও চিকিৎসাধীন ৷ জেলা তৃণমূল ছাত্র পরিষদের সাধারণ সম্পাদক বাবু সরকারের অভিযোগ, কিছু বহিরাগত ছেলে মদ্যপ অবস্থায় কলেজে এসে চিৎকার শুরু করে ৷ সেই সময় তৃণমূল ছাত্র পরিষদের পক্ষ থেকে বাধা দিতে গেলে ঝামেলা শুরু হয়৷ কোনও রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত কিনা না জানলেও বাবু সরকারের অনুমান এটা বিরোধীদের কাজ ৷ তৃণমূল ছাত্র পরিষদের তরফে পুলিশে অভিযোগ দায়ের করার কথা বলা হয় ।

অন্যদিকে ছাত্র পরিষদের পক্ষে কাজি দিলু অভিযোগ করেন, "তৃণমূল কংগ্রেস ছাত্র পরিষদের থেকে প্রথম বর্ষের ছাত্র ছাত্রীদের ওপর ব়্যাগিং করেছে । শুধু তাই নয়, অনার্সে ভর্তির নামে টাকা তোলা-সহ নানা অবৈধ কাজ করছে তৃণমূল কংগ্রেস ছাত্র পরিষদ ৷ একাধিক অভিযোগ নিয়ে ছাত্র পরিষদের ব্লক সভাপতি, কলেজের প্রাক্তন জিএস-সহ কয়েকজন টিআইসির কাছে অভিযোগ জানাতে যাচ্ছিলেন ৷ কিন্তু তখনই তৃণমূলের কিছু দুষ্কৃতী তাঁদের উপর হামলা করে বলে অভিযোগ ৷ শুধু টাকা নয়ছয় করার জন্য ভরতির আট বছর পর তৃণমূল কংগ্রসে ছাত্র পরিষদের কিছু ছাত্র কলেজে রয়েছে ৷"

আরও পড়ন : ঝাপসা হচ্ছে চোখের আলো, তবু বাতাসে সুর ছড়াচ্ছেন ভগবান

চাঁচল থানার পুলিশ জানিয়েছে, ঘটনার পর থেকে ওই এলাকায় পুলিশ মোতায়েন রয়েছে৷ তবে এখনও পর্যন্ত কোনও অভিযোগ দায়ের হয়নি৷ অভিযোগ পেলে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে৷

ABOUT THE AUTHOR

...view details