মালদার মানিকচকে ভোটকেন্দ্রের দুই গোষ্ঠীর সংঘর্ষে মৃত্যু তৃণমূল কর্মী শেখ মালেকের মালদা, 8 জুলাই: আজ পঞ্চায়েত নির্বাচন ৷ এরই মধ্যে পঞ্চায়েতের প্রথম বলি মালদায় ৷ সাতসকালে ভোটকেন্দ্রের বাইরে চলল বোমা-গুলি ৷ গুলিতে মৃত্যু হল এক তৃণমূল কর্মী শেখ মালেকের (40) ৷ ঘটনাটি ঘটেছে মানিকচকের গোপালপুরের বালুটোলা এলাকায় ৷ এলাকায় শাসকদলের নেতা হিসাবেই পরিচিত ছিলেন তিনি ৷ বালুটোলা গ্রামেরই বাসিন্দা তৃণমূল কর্মী শেখ মালেক ৷ খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছেছে পুলিশ ৷ অভিযোগের তির কংগ্রেস আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে ৷
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শনিবার সকালে ওই এলাকায় একটি ভোটগ্রহণ কেন্দ্রের অদূরে কংগ্রেস ও তৃণমূলের মধ্যে ব্যাপক ঝামেলা বাধে ৷ দু’পক্ষের মধ্যে বোমাবাজি এবং গুলি চলে ৷ গুলিবিদ্ধ হন শেখ মালেক ৷ তড়িঘড়ি তাঁকে স্থানীয় মানিকচক গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন ৷ যদিও কংগ্রেসের তরফে অভিযোগ অস্বীকার করা হয়েছে ৷ উল্লেখ্য, পঞ্চায়েত নির্বাচনের দিন ঘোষণার পর থেকে একের পর এক ঘটনায় উত্তপ্ত হয়ে উঠেছে রাজ্য ৷ মনোনয়নপত্র জমা দেওয়াকে কেন্দ্র করে রাজ্যের বিভিন্ন জায়গা থেকে সন্ত্রাসের খবর এসেছে ৷
এই ঘটনায় কংগ্রেসের দিকে অভিযোগের আঙুল তুলেছেন মানিকচকের বিধায়ক সাবিত্রী মিত্র ৷ তাঁর দাবি, "গোপালপুর-সহ মানিকচকের বিভিন্ন এলাকায় বেশ কিছুদিন ধরে সন্ত্রাসের রাজত্ব কায়েম করেছে কংগ্রেস ও বিজেপি ৷" বিধায়ক সাবিত্রী মিত্রের অভিযোগ, এনিয়ে পুলিশে অভিযোগ জানানো হয়েছে ৷ পুলিশ কড়া নজরদারি চালালেও পঞ্চায়েত নির্বাচনের দিন সকালে কংগ্রেসের দুষ্কতীরা তৃণমূলের এক কর্মীকে গুলি করে খুন করেছে ৷ এই ঘটনার জেরে থমথমে হয়ে রয়েছে এলাকার পরিস্থিতি ৷ ঘটনাস্থলে রয়েছে মানিকচক থানার পুলিশ ৷
আরও পড়ুন: কদম্বগাছিতে নির্দল প্রার্থীর সমর্থকের মৃত্যু, তৃণমূলের শীর্ষ নেতাদের দুষল পরিবার
পঞ্চায়েত ভোটের দিন সকাল থেকে একের পর এক মৃত্যুর খবর সামনে আসছে ৷ প্রথম মৃত্যুর ঘটনা ঘটে মালদার মানিকচকে ৷ মুর্শিদাবাদেও তিনজন তৃণমূল কর্মী খুন হয়েছেন ৷ ভোট শুরুর আগে আরামবাগে গুলিগোলা চলেছে ৷ আজ সকালে উত্তর 24 পরগনার কদম্বগাছির পীরগাছা এলাকায় হাসপাতেল মৃত্যু হয়েছে নির্দল প্রার্থী সমর্থকের ৷ রাজ্যে মোতায়েন রয়েছে পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী ৷ তা সত্ত্বেও 2023 সালে ফের রক্তাক্ত হল পঞ্চায়েত নির্বাচন ৷