পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

তৃণমূল কর্মীকে কুপিয়ে খুনের চেষ্টা, অভিযুক্ত BJP - প্রতিভা সিং

তৃণমূল কর্মীর উপর হামলা চালানোর অভিযোগে BJP সমর্থকদের বিরুদ্ধে ৷ তাঁর পায়ে হাঁসুয়ার কোপ মারে ৷ খবর পেয়ে তদন্ত শুরু করেছে পুলিশ ৷

তৃণমূল কর্মীকে কুপিয়ে খুনের চেষ্টা

By

Published : Sep 29, 2019, 6:59 PM IST

Updated : Sep 29, 2019, 7:39 PM IST

মালদা, 29 সেপ্টেম্বর : এক তৃণমূল কর্মীকে কুপিয়ে খুনের চেষ্টার অভিযোগ উঠল BJP কর্মীদের বিরুদ্ধে ৷ তবে অভিযোগ ভিত্তিহীন বলে জানিয়েছে BJP নেতৃত্ব ৷ ঘটনাটি ইংরেজবাজারের মহদিপুর সীমান্ত এলাকার ৷ ঘটনার তদন্ত শুরু করেছে ইংরেজবাজার থানার পুলিশ ৷

আহত তৃণমূল কর্মীর নাম আস্তিক ঘোষ (27) ৷ মহদিপুর PHE দপ্তরের কর্মী তিনি ৷ অভিযোগ, গতরাতে দপ্তরে কর্মরত থাকাকালীন স্থানীয় নেতৃত্বের নির্দেশে BJP সমর্থকরা তাঁর উপর হামলা চালায় ৷ পাঁচিল টপকে পালাতে গেলে তাঁর বাঁ পায়ে হাঁসুয়ার কোপ মারে দুষ্কৃতীরা ৷ বর্তমানে তিনি মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসাধীন ৷

স্থানীয় তৃণমূল নেত্রী প্রতিভা সিং বলেন, "স্থানীয় নেতৃত্বর নির্দেশে BJP কর্মীরা আমাদের এক কর্মীর উপর গতরাতে চড়াও হয় ৷ আস্তিক ঘোষ গতরাতে PHE দপ্তরে কর্মরত ছিলেন ৷ সেসময় তাঁকে মারধর করা হয় ৷ হাঁসুয়ার আঘাতে তাঁর পা কেটে গেছে ৷ শুধু তাই নয়, জেলা পরিষদের পূর্ত কর্মাধ্যক্ষ জগন্নাথ ঘোষের বাড়িতে ঢোকে দুষ্কৃতীরা ৷ তাঁর বাড়িঘর তছনছ করে ৷ গতরাতেই পুলিশের কাছে অভিযোগ দায়ের করেছি ৷ পুলিশ তদন্ত শুরু করেছে ৷ অভিযুক্তদের অবিলম্বে গ্রেপ্তার করতে হবে ৷"

দেখুন ভিডিয়ো

তৃণমূলের অভিযোগ ভিত্তিহীন বলে মন্তব্য করেন স্থানীয় BJP নেতা অজয় গাঙ্গুলি ৷ বলেন, "ইংরেজবাজারের মহদিপুরে যে ঘটনা ঘটেছে, তা তৃণমূলের গোষ্ঠীদের মধ্যে টাকা তোলা নিয়ে গন্ডগোলের জেরেই ঘটেছে ৷ এধরনের ঘটনা এখানে প্রায়ই ঘটে ৷ BJP-কে দোষারোপ করাটা ভিত্তিহীন ৷ রাজ্যজুড়ে তৃণমূলের মধ্যে কাটমানি নিয়ে গোষ্ঠীদ্বন্দ্ব চলছে ৷ এই ঘটনা তারই বহিঃপ্রকাশ ৷ BJP মারধর, বাড়িঘর ভাঙচুর, টাকা তোলা এসব কাজে বিশ্বাসী নয় ৷ পুলিশ সঠিকভাবে তদন্ত করলে আসল ঘটনা সামনে আসবে ৷"

ইংরেজবাজার থানার পুলিশ জানিয়েছে, গতকালই অভিযোগ দায়ের হয়েছে ৷ ঘটনার তদন্ত শুরু করা হয়েছে ৷

Last Updated : Sep 29, 2019, 7:39 PM IST

ABOUT THE AUTHOR

...view details