মালদা, 14 নভেম্বর : “কাটমানি দেব না, দলেও থাকব না৷” এই মন্তব্য করে তৃণমূল ছাড়লেন পঞ্চায়েত সদস্য ফুলমণি দাস ৷ সোমবার সকালে তিনি যোগ দিয়ছেন কংগ্রেসে ৷ তাঁর হাত ধরে চাঁচলের অলিহণ্ডা পঞ্চায়েত এলাকার বেশ কিছু তৃণমূল কর্মী কংগ্রেসে যোগ দিয়েছেন (tmc local leader resigned on cut money issue) ৷ তৃণমূল নেতৃত্বের কাছে ভোটের মুখে এ যেন এক অশনি সংকেত৷ বিষয়টি নিয়ে অস্বস্তি রয়েছে তৃণমূলের অন্দরমহলেও ৷ ব্লক তৃণমূল সভাপতির দাবি, টাকাপয়সা সংক্রান্ত বিষয়ে ওই পঞ্চায়েত সদস্য দলত্যাগ করেছেন ৷ তবে এতে তাঁদের গায়ে আঁচড় পড়বে না ৷
আরও পড়ুন: তারার দেশে সুপারস্টার ! প্রয়াত জনপ্রিয় তেলেগু অভিনেতা কৃষ্ণা
তৃণমূল ছেড়ে যাওয়া পঞ্চায়েত সদস্য ফুলমণি দাস বলেন, “আমি পঞ্চায়েতের টাকা নিজের ঘরে নিয়ে যাব না ৷ নিজে টাকা নেব না, কাউকে কাটমানি দেব না ৷ তাই আমার এলাকায় কোনও উন্নয়ন করা হচ্ছে না ৷ কাজ করার জন্য তৃণমূলের নেতারা কাটমানি দাবি করছেন ৷ আমি না-দেওয়ায় আমার বাড়িতে হামলা চালানো হয়েছে ৷ আমার সঙ্গে আমার ছেলেকেও মারার হুমকি দেওয়া হয়েছে ৷ এমনকী প্রধান মনোয়ারা বিবিও তাঁর এলাকায় কাজ না করতে বলেছন ৷ পঞ্চায়েতে আমাকে একঘরে করে দেওয়া হয় ৷ মিটিংয়ে ডাকা হয় না ৷ আমি আর ওই দল করব না ৷ তাই তৃণমূল ছেড়ে কংগ্রেসে যোগ দিয়েছি ৷”
অবশ্য ফুলমণিদেবীই প্রথম নয়, সম্প্রতি ওই পঞ্চায়েতের আরও এক তৃণমূল সদস্য কংগ্রেসে যোগ দিয়েছেন ৷ গত নির্বাচনে 13 আসনের এই পঞ্চায়েতে তৃণমূল ন’টি দখল করেছিল ৷ কংগ্রেস তিনটি আর সিপিএম একটি আসন পেয়েছিল ৷ বর্তমানে সেখানে তৃণমূলের সদস্য সংখ্যা কমে হয়েছে সাত ৷ পঞ্চায়েত নির্বাচন সম্মুখসমরে ৷ তারমধ্যেই ফুলমণি দেবী দল ছাড়ায় বিতর্ক সৃষ্টি করেছে ৷
আরও পড়ুন:রাষ্ট্রপতিকে নিয়ে অখিল গিরির মন্তব্যের জন্য ক্ষমা চাইলেন মমতা
এই প্রসঙ্গেই, চাঁচল 1নম্বর ব্লক কংগ্রেসের সাধারণ সম্পাদক কাজি আতাউর রহমান বলছেন, “এটা কাটমানিরই দল ৷ তৃণমূল প্রধান-সহ অন্যান্য সদস্যরা ফুলমণি দাসকে বিভিন্ন কাজে কাটমানি তোলার নির্দেশ দিত ৷ কিন্তু এই মহিলা ভীষণ সিধে-সাধা ৷ টাকাপয়সার কাছে থাকেন না ৷ টাকা দিতে না পারায় তাঁকে অপমান করা হত ৷ সেই অপমান সহ্য করতে না পেরেই আজ তিনি কংগ্রেসে যোগ দিয়েছেন ৷ তাঁর সঙ্গে আরও 100 তৃণমূল কর্মী আমাদের দলে এসেছেন ৷ তৃণমূলে থেকে কেউ কাজ করতে না পেরে যদি আমাদের দলে আসে, তবে তাঁকে আমরা স্বাগত জানাচ্ছি ৷ কিন্তু কাটমানি খোরদের কংগ্রেসে কোনও জায়গা নেই ৷”
তৃণমূল ছেড়ে কংগ্রেসে যোগ পঞ্চায়েত সদস্যের যদিও চাঁচল 1নম্বর ব্লক তৃণমূলের সভাপতি শেখ আফসার আলির দাবি, “ভোটের মুখে কারও দল ছাড়াটা অবশ্যই দুঃখজনক৷ আমি ওখানকার অঞ্চল সভাপতির সঙ্গে এনিয়ে কথা বলেছি৷ শুনেছি, ভাগ বাটোয়ারা না পেয়েই ওই পঞ্চায়েত সদস্য দল ছেড়েছেন৷ তাছাড়া সামনে পঞ্চায়েত ভোট৷ এখন যাওয়া আসা লেগেই থাকবে৷ এখানে সুযোগ সুবিধে না পেয়ে অনেকেই দল ছাড়বে৷ আর নিজেদের দলের কাউকে প্রার্থী করতে না পারলে বিরোধীদের তো আমাদের দল থেকেই লোকজনকে নিতে হবে৷ আমাদের দলে প্রচুর যোগ্য প্রার্থী রয়েছে৷ দু’একজন দল ছাড়লে কিছু হবে না৷”