পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

দুয়ারে সরকারের প্রচারে গিয়ে আক্রান্ত তৃণমূল কর্মী, অভিযোগের তীর বিজেপির বিরুদ্ধে - হরিশচন্দ্রপুর

আক্রান্ত তৃণমূল কর্মী তথা হরিশচন্দ্রপুরের রামপুরের প্রাক্তন বুথ সভাপতি আম্বার আলি ৷ তিনি অভিযোগ করেছেন, গতকাল রাতে তিনি দুয়ারে সরকারের প্রচারে গিয়েছিলেন ৷ প্রচারের মাঝেই তিনি ওষুধ কিনতে গিয়েছিলেন ৷ সে সময় পিছন থেকে কয়েকজন তাঁর উপর হামলা চালায় ৷ এই ঘটনায় বিজেপির বিরুদ্ধে অভিযোগ করেছেন তিনি ৷

tmc worker attacked while he goes for duare sarkar campagin in malda
দুয়ারে সরকারের প্রচারে গিয়ে আক্রান্ত তৃণমূল কর্মী, অভিযোগের তীর বিজেপির বিরুদ্ধে

By

Published : Jan 31, 2021, 1:51 PM IST

মালদা, 31 জানুয়ারি : ভোটের মুখে দুয়ারে সরকার প্রকল্পের প্রচারে গিয়ে আক্রান্ত তৃণমূল কর্মী ৷ মালদার হরিশচন্দ্রপুরের ঘটনায় আক্রান্ত তৃণমূলের প্রাক্তন বুথ সভাপতি আম্বার আলি বর্তমানে হরিশ্চন্দ্রপুর গ্রামীণ হাসপাতালে চিকিৎসাধীন ৷ এই ঘটনায় বিজেপির বিরুদ্ধে অভিযোগ করেছে তৃণমূল ৷ যদিও স্থানীয় বিজেপি নেতৃত্ব এই অভিযোগ অস্বীকার করেছে ৷ পালটা তৃণমূলের গোষ্ঠীকোন্দলের জেরেই এই ঘটনা বলে দাবি করেছে বিজেপি নেতৃত্ব ৷

রাজ্য জুড়ে তৃণমূল সরকারের ‘দুয়ারে সরকার’ প্রকল্প চলছে ৷ যেখানে রাজ্যের প্রতিটি ব্লকে এই কর্মসূচি চলছে ৷ তেমনি গতকাল সন্ধ্য়ায় দুয়ারে সরকারের প্রচার করতে গিয়ে এক তৃণমূল কর্মীকে আক্রমণ করা হয় বলে অভিযোগ ৷ আক্রান্ত তৃণমূল কর্মী তথা হরিশচন্দ্রপুরের রামপুরের প্রাক্তন বুথ সভাপতি আম্বার আলি ৷ তিনি অভিযোগ করেছেন, গতকাল রাতে তিনি দুয়ারে সরকারের প্রচারে গিয়েছিলেন ৷ প্রচারের মাঝেই তিনি ওষুধ কিনতে গিয়েছিলেন ৷ সে সময় পিছন থেকে কয়েকজন তাঁর উপর হামলা চালায় ৷ আম্বার আলির অভিযোগ করেছেন, হামলাকারীরা তাঁকে বাঁশ, লোহার রড দিয়ে মারধর করে ৷ এই ঘটনায় বিজেপির বিরুদ্ধে অভিযোগ করেছেন তিনি ৷

আরও পড়ুন : কৃষি আইন ও পেট্রোপণ্য মূল্য বৃদ্ধির প্রতিবাদে অবস্থান বিক্ষোভ মালদা তৃণমূল যুব-র

গুরুতর জখম অবস্থায় আম্বার আলিকে হরিশচন্দ্রপুর গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয় ৷ এই ঘটনায় তৃণমূলের তরফে হরিশচন্দ্রপুর থানায় অভিযোগ দায়ের করা হয়েছে ৷ মোট 4 জনের বিরুদ্ধে অভিযোগ করা হয়েছে ৷ সেই মতো সেই 4 অভিযুক্তের বাড়ি রাতেই পুলিশ হানা দিয়েছিল ৷ তবে, ঘটনার পর থেকেই অভিযুক্তরা পলাতক বলে জানিয়েছে পুলিশ ৷ যদিও এই ঘটনাকে তৃণমূলের গোষ্ঠী কোন্দল বলে অভিযোগ করেছে স্থানীয় বিজেপি নেতৃত্ব ৷

ABOUT THE AUTHOR

...view details