মালদা, 12 জুলাই: পঞ্চায়েত নির্বাচনে মালদার 15টি পঞ্চায়েত সমিতির মধ্যে 10টি শাসকদলের দখলে ৷ আর 43টি জেলা পরিষদ আসনের মধ্যে 33টি তৃণমূল, 6টি কংগ্রেস ও 4টি পেয়েছে বিজেপি ৷ সুতরাং ঘাসফুল এবার মালদা জেলা পরিষদে নিরঙ্কুশ ক্ষমতা দখল করেছে ৷ মালদায় বিজেপির হাতে গিয়েছে শুধুমাত্র হবিবপুর পঞ্চায়েতের সমিতি ৷ গ্রামপঞ্চায়েতের বুথ স্তরে কোথাও কোথাও বাম-কংগ্রেস কিংবা পদ্মের দেখা মিললেও পঞ্চায়েত সমিতি কিংবা জেলা পরিষদ স্তরে শুধুই ঘাসফুলের জয়জয়কার ৷
মঙ্গলবার থেকে পঞ্চায়েতের ভোটগণনা চলছে ৷ রাতভর গণনা হয়েছে ৷ এখনও পর্যন্ত ঘোষিত ফলাফলে পরিষ্কার, এবারও মালদার গাঁয়ের মানুষ বামফ্রন্টকে পুরোপুরি দূরে সরিয়ে দিয়েছে ৷ 2018 সালের পঞ্চায়েত নির্বাচনে গ্রামপঞ্চায়েত ও পঞ্চায়েত শূন্য থাকলেও জেলা পরিষদের দু'টি আসন দখল করেছিল সিপিএম ৷ 2023 সালের পঞ্চায়েত নির্বাচনে বামফ্রন্ট আশা করেছিল দু'টি জায়গায় তারা জিতবে ৷ দু'টি আসনেই তাদের হার হয়েছে ৷
আরও পড়ুন: গণনা ঘিরে একাধিক খুন দক্ষিণ 24 পরগনায়, উত্তপ্ত ভাঙড়-রায়দিঘি
রাজনৈতিক বিশেষজ্ঞ মহল মনে করছে, আগামী পাঁচ বছর ত্রিস্তরীয় পঞ্চায়েতের কোনও জায়গায় বামেদের অস্তিত্ব থাকছে না ৷ তুলনায় খানিকটা শক্তি বেড়েছে কংগ্রেসের ৷ গত পঞ্চায়েত নির্বাচনে জেলার চারটি পঞ্চায়েত তাদের দখলে থাকলেও এবার তারা 7 টি গ্রামপঞ্চায়েত দখল করেছে ৷ তবে গতবার একটি পঞ্চায়েত সমিতির রাশ তাদের হাতে থাকলেও, এবার কোনও পঞ্চায়েত সমিতি দখল করতে পারেনি বামফ্রন্ট ৷ বরং তাদের শক্তি খানিকটা বেড়েছে জেলা পরিষদে ৷ এখনও পর্যন্ত বামফ্রন্ট জেলা পরিষদের পাঁচটি আসন দখল করেছে ৷ উল্লেখ্য গত পাঁচ বছর মালদা জেলা পরিষদে তাদের কোনও প্রতিনিধি ছিল না ৷