মালদা, 10 ডিসেম্বর : মুখ্যমন্ত্রী জেলা ছাড়তেই বিজেপির দখলে থাকা গ্রাম পঞ্চায়েতের দখল নিল শাসকদল তৃণমূল (TMC Occupied Panchayat in Malda)। আজ পুরাতন মালদার সাহাপুর গ্রাম পঞ্চায়েতের দখল নিয়েছে তারা। বিজেপি বোর্ডের বিরুদ্ধে আনা অনাস্থা প্রস্তাবের তলবি সভায় আজ 12-11 ভোটে অপসারিত হয়েছেন বিজেপির পঞ্চায়েত প্রধান। যদিও এনিয়ে শাসকদলের বিরুদ্ধে নিজেদের দলের সদস্যদের জোর করে তুলে নিয়ে যাওয়ার অভিযোগ করেছেন অপসারিত প্রধান। তবে তাঁর কোনও অভিযোগকে আমল দেয়নি তৃণমূল।
পঞ্চায়েত নির্বাচনে 23 আসনবিশিষ্ট সাহাপুর গ্রাম পঞ্চায়েতে বিজেপি 13টি, কংগ্রেস 4টি, তৃণমূল 4টি, সিপিএম 1টি ও বাকি আসনে নির্দল প্রার্থী জয়লাভ করেন। সংখ্যাগরিষ্ঠতা পেয়ে পঞ্চায়েতে বোর্ড গড়ে বিজেপি। প্রধান হন উকিল মণ্ডল। পরবর্তীতে বিজেপি ও কংগ্রেস থেকে 3 জন করে মোট 6 জন সদস্য তৃণমূলে যোগ দেন। সিপিএম ও নির্দল সদস্যও যোগ দেন তৃণমূলে। 12 জনের সংখ্যাগরিষ্ঠতা পেতেই প্রধানের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব নিয়ে আসে শাসকদল। আজ ছিল তার তলবি সভা।