পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

TMC MLA Threatens CPIM: দু'টাকার গুণ্ডা রাস্তায় নামলে লাল ঝাণ্ডা খুঁজে পাওয়া যাবে না, হুঁশিয়ারি তৃণমূল নেতার

প্রকাশ্য জনসভা থেকে বামেদের হুঁশিয়ারি দিলেন তৃণমূল জেলা সভাপতি (TMC district president) আবদুর রহিম বক্সি (Abdur Rahim Boxi) ৷ নিজেকে 'দু'টাকার গুণ্ডা' বলে এদিন তিনি সম্বোধন করেন ৷

Abdur Rahim Boxi
Abdur Rahim Boxi

By

Published : Nov 24, 2022, 11:14 AM IST

Updated : Nov 24, 2022, 5:28 PM IST

মালদা, 24 নভেম্বর: "দু টাকার গুণ্ডা যদি রাস্তায় নামে, আর তৃণমূলের রাজ্য কমিটি যদি আদেশ দেয়, তবে লাল ঝাণ্ডা আর খুঁজে পাওয়া যাবে না ৷" প্রকাশ্য জনসভায় এমনই মন্তব্য করলেন তৃণমূলের মালদা জেলা সভাপতি (TMC district president) তথা মালতিপুরের বিধায়ক আবদুর রহিম বক্সি (Abdur Rahim Boxi) ৷ আর এরপরেই তাঁর বক্তব্যকে ঘিরে বিতর্কের ঝড় উঠেছে ৷ তৃণমূল গুণ্ডার দল তা স্বীকার করছেন খোদ তৃণমূলের নেতা, পালটা কটাক্ষ করেছে সিপিএম (CPIM) ৷

উল্লেখ্য, গত সোমবার মালতিপুর বিধানসভার শ্রীপুরে প্রকাশ্য জনসভা করে সিপিএমের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম (Md Salim) । বুধবার মাগুরা এলাকায় পালটা সভা করে মালদা জেলা তৃণমূল নেতৃত্ব । এই জনসভায় উপস্থিত ছিলেন তৃণমূলের সাংসদ শুখেন্দুশেখর রায়, রাজ্যের প্রতিমন্ত্রী তজমূল হোসেন, তৃণমূলের জেলা সভাপতি তথা মালতিপুরের বিধায়ক (Malatipur MLA) আবদুর রহিম বক্সি, জেলা পরিষদের সভাধিপতি এটিএম রফিকুল হোসেন, রতুয়ার বিধায়ক তথা জেলা তৃণমূলের চেয়ারম্যান সমর মুখোপাধ্যায়-সহ ব্লক ও অঞ্চল নেতৃত্ব ।

জনসভার মঞ্চ থেকে আবদুর রহিম বক্সি বলেন, "সিপিএমের রাজ্য কমিটির প্রবক্তা বলছেন, রহিম বক্সি দু'টাকার গুণ্ডা ৷ তার দ্বারা কি হবে? ওকে আমি গুণ্ডামী শিখিয়ে দেব ৷ রহিম বক্সি গুণ্ডামি দেখায় না ৷ রহিম বক্সি জনতার মাঝে থাকে ৷ এই দু'টাকার গুণ্ডা যদি রাস্তায় নামে, আর তৃণমূলের রাজ্য কমিটি যদি আদেশ দেয়, তবে লাল ঝাণ্ডা আর খুঁজে পাওয়া যাবে না ৷"

বামেদের হুঁশিয়ারি দিলেন তৃণমূল জেলা সভাপতি

আরও পড়ুন:পঞ্চায়েত অফিসের সামনেই চলল গুলি, মালদায় আহত 1

আবদুর রহিম বক্সির মন্তব্যকে কটাক্ষ করে ডিওয়াইএফআই-এর মালদা জেলা কমিটির সদস্য জিয়াউল আনসারি বলেন, "জেলা তৃণমূলের সভাপতি তথা বিধায়ক নিজেই স্বীকার করছেন তিনি একজন গুণ্ডা ৷ তিনি মাঝেমধ্যেই হাত-পা কেটে নেওয়ার কথা বলছেন ৷"

Last Updated : Nov 24, 2022, 5:28 PM IST

ABOUT THE AUTHOR

...view details