মালদা, 11 মার্চ: পঞ্চায়েত ভোটের বাদ্যি এখনও বাজেনি ৷ আর তার আগেই প্রার্থীপদ নিয়ে দ্বন্দ্ব শুরু হল শাসকদলের মধ্যে ৷ তাও আবার বন্ধ দরজার পিছনে নয়, একেবারে খুল্লমখুল্লা (TMC Leaders Engage in Fisticuffs in Public) ৷ শুক্রবার রাতে সেই ছবি দেখা গেল হরিশ্চন্দ্রপুর-1 ব্লকের হরিশ্চন্দ্রপুর গ্রাম পঞ্চায়েতের থানা পাড়া বুথে ৷ অভিযোগ প্রার্থী তালিকা নিয়ে হওয়া বৈঠকে নিজেদের মধ্যে ধস্তাধস্তিতেও জড়িয়ে পড়েন গিয়েছে তৃণমূল কর্মীরা ৷ সেই ছবি ক্যামেরায় ধরা পড়লেও নেতৃত্বের দাবি, হয়নি কিছুই ৷ মালদা জেলার রাজনৈতিক মহলের মতে, ভোট যত এগিয়ে আসবে, শাসকদলের এই কোন্দল আরও সামনে আসতে শুরু করবে ৷
গতকাল রাতে থানা পাড়া বুথে আসন্ন পঞ্চায়েত নির্বাচনে দলীয় প্রার্থী বাছাই নিয়ে তৃণমূলের বৈঠক ডাকা হয়েছিল (Panchayat Candidate Selection Meeting) ৷ বৈঠকে উপস্থিত ছিলেন তৃণমূলের মালদা জেলার সহ-সভাপতি বিকাশ বন্দ্যোপাধ্যায়, হরিশ্চন্দ্রপুর অঞ্চল তৃণমূল সভাপতি সঞ্জীব গুপ্ত-সহ আরও অনেকে ৷ বৈঠকে প্রার্থী হিসাবে বাসন্তী দাস এবং সাগর দাসের নাম উঠে আসে ৷ বাসন্তীদেবী বর্তমানে পঞ্চায়েত সদস্য ৷ সাগরবাবু দলের ব্লক সহ-সভাপতি ৷ তাঁদের নাম প্রার্থী হিসাবে উঠে আসতেই, দু’জনের সমর্থকদের মধ্যে ঝামেলা শুরু হয়ে যায় ৷ একসময় ধাক্কাধাক্কি আর হাতাহাতিতেও জড়িয়ে পড়ে দুই পক্ষ ৷ গোটা ঘটনার সাক্ষী থাকেন মালদা জেলা তৃণমূলের শীর্ষ নেতৃত্ব ৷