মালদা, 11 মে : চাহিদা অনুযায়ী তোলা না দেওয়ায় দলেরই পঞ্চায়েত সদস্যাকে মারধর ও তাঁর শ্লীলতাহানির অভিযোগ উঠল এক তৃণমূল নেতার বিরুদ্ধে । ঘটনাটি চাঁচল 1 ব্লকের অলিহণ্ডা গ্রাম পঞ্চায়েতের রাজনগর গ্রামের । চাঁচল থানায় অভিযোগ দায়ের করেছেন ওই সদস্যা । অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে পুলিশ । তবে অভিযোগ অস্বীকার করেছেন তৃণমূল নেতা ।
অভিযোগ, চাহিদা অনুযায়ী তোলা না দেওয়ায় চাঁচল-1 ব্লকের তৃণমূল কংগ্রেসের কার্যকরী সভাপতি ইনতাজ হোসেন ও তাঁর দলের লোকজন ওই পঞ্চায়েত সদস্যার শ্লীলতাহানি করেন ও তাঁকে মারধর করেন । ওই সদস্যা বলেন, "কিছুদিন আগে আমার এলাকায় একটি সাবমার্সিবল পাম্প বসানোর অনুমোদন মেলে । এই কাজের জন্য বরাদ্দ হয় প্রায় দেড় লাখ টাকা । এরপর চাঁচল 1 ব্লকের তৃণমূলের কার্যকরী সভাপতি ও তাঁর দলবল আমার কাছে 25 হাজার টাকা দাবি করে । আমি সেই টাকা দিতে অস্বীকার করি । আজ সকাল সাড়ে 11 টা নাগাদ তারা ফের আমার কাছে আসে । টাকা না দেওয়ায় তারা আমাকে মারধর করে । আমাকে লোহার রড দিয়ে মারা হয় । আমার মাথায় ও বুকে আঘাত লাগে । আমি চাঁচল থানায় অভিযোগ দায়ের করেছি । "
তৃণমূলের রাজনগর অঞ্চল সভাপতি শেখ আফসার আলি বলেন, "এলাকার কয়েকজন লোক ওই পঞ্চায়েত সদস্যার কাছে কমিশন আদায় করতে যায় । কমিশন না পেয়ে তারা সাবমার্সিবল পাম্পহাউসে ভাঙচুর চালায় । পঞ্চায়েত সদস্যাকে বেধড়ক মারধর করে । তাঁকে শ্বাসরোধ করে মেরে ফেলার চেষ্টা করে । খবরটা আমার কাছে এসেছে । এই ঘটনায় পরবর্তী পদক্ষেপ পঞ্চায়েত থেকেই গ্রহণ করা হবে ।"